Chopra Update: চোপড়াকাণ্ডের ভিডিও সোশাল সাইটে পোস্ট; সেলিম, অমিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের
West Bengal News: এবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের।
কলকাতা: চোপড়াকাণ্ডের (Chopra Updat) ভিডিও সোশাল সাইটে পোস্ট করার জেরে এবার সেলিম ও অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের। চোপড়ায় থানায় অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা। সম্মানহানি হয়েছে বলে অভিযোগ দায়ের চোপড়ার নির্যাতিতার।
ঘটনা কী?
চোপড়ায় আইনকে বুডো আঙুল দেখিয়ে লিশি সভা ডেকে মোড়লদের মাতব্বরির ঘটনা সামনে আসে। এক তরুণ-তরুণীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় সবার সামনে। দাঁড়িয়ে দেখেন স্থানীয় বাসিন্দারা। মোড়লদের সামনে প্রতিবাদ করার সাহস পাননি কেউ। ভয়ঙ্কর এই দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গ্রামের বাসিন্দা ওই যুগলের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় সালিশি সভা ডাকা হয়। সেখানে ওই যুগলকে বেধড়ক মারধর করেন মোড়লরা। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কেন আইন হাতে তুলে নিলেন তাঁরা? এই প্রশ্নে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সরব হন বিরোধীরা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মহম্মদ সেলিম ও অমিত মালব্যরা। আর এবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা।
ভাইরাল ভিডিওকাণ্ডে চোপড়া থানার IC-কে শোকজ করা হয়। এই ঘটনায় গত রবিবার অভিযুক্ত তৃণমূল কর্মী তাজিমুল ওরফে জেসিবিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, খুনের চেষ্টার মতো জামিন অযোগ্য় ধারায় মামলা রুজু করা হয়েছে। সরকারি আইনজীবী জানান, এর আগে, ১২ টি মামলায় নাম ছিল এই তাজিমুলের। এর আগে ৩ বার জেলে যায় তৃণমূল কর্মী তাজিমুল। ২টি খুন ও একটি ছিনতাইয়ের মামলায়। মাদক আইন সহ একাধিক গুরুতর ধারায় মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rain Alert: ভরা আষাঢ়ে মুখভার আকাশের, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ভিজবে দক্ষিণের কোন কোন জেলা?