CM Mamata Banerjee:লগ্নি টানতে এবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী, বৈঠক লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টরের সঙ্গে
Lulu Group Of International: রাজ্যে লগ্নি টানতে স্পেনের পর দুবাইয়ে মুখ্যমন্ত্রী। সেখানে লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: রাজ্যে লগ্নি টানতে স্পেনের পর দুবাইয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সেখানে লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনালের (Lulu Group Of International) এক্সিকিউটিভ ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল গ্লোবাল বিজনেস সাম্মিটে (Bengal Global Business Summit 2023) আসার জন্যও সংস্থার আধিকারিকদের আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।
Today's meeting with Mr. @asharfalima, Executive Director of LuLu Group International, was immensely promising for Bengal's growth!
— Mamata Banerjee (@MamataOfficial) September 22, 2023
We delved into a range of exciting possibilities, foremost among them being the prospect of a world-class mall in Newtown. We discussed the global… pic.twitter.com/KJaiE2miCn
পোস্ট সোশ্যাল মিডিয়ায়...
এদিন বৈঠকের পর এক্স হ্যান্ডেলে ক্যাপশন-সহ একটি ছবি দেন মুখ্যমন্ত্রী। তাতে লেখা, 'আজ, লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর, আশরাফ আলিমার সঙ্গে বৈঠক হল। বাংলার বাণিজ্যিক উন্নতির জন্য এই বৈঠক অন্তত আশাব্যঞ্জক। নিউটাউনে বিশ্বমানের শপিং মল-সহ একঝাঁক দুরন্ত উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। লুলু-র রিটেল আউটলেটে বিশ্ববাংলার পণ্যগুলি রেখে তামাম বিশ্বে সেগুলির প্রচারের কথাও এদিন আলোচনা হয়। এছাড়াও মৎস্য প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণের মতো শিল্পেও বিনিয়োগে উৎসাহ দেখিয়েছে লুলু গ্রুপ। তাদের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ নিমন্ত্রণ করতে পেরে নিজেকে সফল বলে মনে হচ্ছে। সেখানেই আমরা যৌথ উদ্যোগ এবং যুগ্ন উন্নয়নের দিশা নির্ণয় করতে পারব।' পরে দুবাইয়ে শিল্পপতিদের সম্মেলনে বাংলায় 'শিল্প-বন্ধু' ভাবমূর্তি তুলে ধর মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, 'বাংলায় ৯৯ শতাংশ মানুষের সামাজিক সুরক্ষা রয়েছে। দেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাজ্যের।'
সাক্ষাৎ সংযুক্ত আরব আমিরশাহির বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে...
শুক্রবারই সংযুক্ত আরব আমিরশাহির বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী ড. থানি বিন আহমেদ অল জিঅউদি-এর সঙ্গে দেখা করেন মুখ্য়মন্ত্রী। সেই বৈঠকের ছবিও পরে ফেসবুক পেজে দেন তিনি। লেখেন, 'একটি লক্ষ্য মাথায় রেখেই আমাদের আলোচনা হয়েছে। কী ভাবে পশ্চিমবঙ্গ ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও রফতানি আরও বাড়ানো যায়। পশ্চিমবঙ্গের রফতানি হওয়া পণ্যের ১২ শতাংশেরও বেশি সংযুক্ত আরব আমিরশাহিতে যায়, এ কথা জানাতে পেরে আমার আনন্দের শেষ নেই।' রাজ্যের অর্থনৈতিক বাড়বৃদ্ধির ব্যাপারেও যে তিনি সংযুক্ত আরব আমিরশাহির বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রীকে জানিয়েছেন, সে কথা তাঁর লেখায় স্পষ্ট। নিজের আঁকা একটি ছবি উপহার দেওয়ার পাশাপাশি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ তাঁকে নিমন্ত্রণও জানান মুখ্যমন্ত্রী।
প্রেক্ষাপট...
এর আগে, বাংলায় লগ্নি টানতে ১১ দিনের স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিয়ে ঐক্যবদ্ধ ভারতের বার্তা দেন তিনি। সম্প্রতি পয়লা বৈশাখের দিনে সরকারিভাবে 'পশ্চিমবঙ্গ দিবস' পালনের প্রস্তাব পাস হয় বিধানসভায়। বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে সে প্রসঙ্গও উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। তিনি বলেন, 'দেশের বাইরে থাকলেও যেন এই প্রতিষ্ঠা দিবস পালন করো। যেখানেই কাজ কর, জন্মভূমির কথা ভুলো না। ফিরতে চাইলে স্বাগত।' বার্সেলোনায় ৩ দিন ছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যোগ দেন শিল্প সম্মেলনে। তারপরই তাঁর দুবাই যাত্রা। দুবাই বন্দর পরিদর্শনের পরে সেখানকার কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা যাদব-সহ পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা। ছিলেন দুবাইয়ে নিযুক্ত ভারতীয় কনস্যুলেট এবং বণিকসভা ফিকির প্রতিনিধিরাও।