Mamata On SSC Job Case:'আমি খুশি, মানসিকভাবে তৃপ্ত', চাকরি বহাল নিয়ে সুপ্রিম-নির্দেশে 'পোস্ট' মুখ্যমন্ত্রীর
Supreme Court: সুপ্রিম কোর্টে প্রায় ২৬ হাজার চাকরি বহালের নির্দেশকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ লিখলেন, 'আমি খুশি, মানসিকভাবে তৃপ্ত।'
কলকাতা: সুপ্রিম কোর্টে প্রায় ২৬ হাজার চাকরি বহালের নির্দেশকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee On Supreme Court Order On SSC Jobs)। সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ লিখলেন, 'আমি খুশি, মানসিকভাবে তৃপ্ত। সমগ্র শিক্ষক সমাজকে জানাই অভিনন্দন। সুপ্রিম কোর্টকে জানাই আন্তরিক শ্রদ্ধা।' পোস্ট করেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
🙏
— Mamata Banerjee (@MamataOfficial) May 7, 2024
I am really very happy and mentally relaxed on receipt of justice at the highest Court of the land. Congratulations to the entire teaching fraternity and my humble regards to the Hon'ble Supreme Court of India.
🙏
সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশী এবং…
পুরুলিয়ার জনসভায়...
এই পোস্টের আগে অবশ্য পুরুলিয়ার জনসভা থেকে চাকরি বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুমুল তোপ দাগতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। বলেন, 'চাকরি খেয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী। আমার ১০ লক্ষ চাকরি রেডি রয়েছে। সিপিএম, বিজেপি মামলা করে আটকে দিচ্ছে।' তাঁর চাঁচাছোলা আক্রমণ, 'ছেলে-মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাঘ নাম শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? যা তা করে বেড়াচ্ছে।' সন্ধের পরই এই পোস্ট। আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টও।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট...
ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, 'বাংলার ভাবমূর্তি নষ্টে বিজেপির বিস্ফোরণ সুপ্রিম কোর্টে নিষ্ক্রিয়। সত্যের জয় হল। সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মানুষের পাশে থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চলবে।'
বিশদ...
মঙ্গলবারের শুনানির পর, শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে তাতে বলা হয়, ১৬ জুলাই পর্যন্ত যোগ্য-অযোগ্য সকলের চাকরি বহাল থাকবে। অর্থাৎ, ২০১৬ সালের এসএসসির প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থীর এখনই চাকরি যাচ্ছে না। আগামী ১৬ জুলাই ফের শুনানি। পাশাপাশি, নিয়োগে যুক্ত আধিকারিকদের হেফাজতে নেওয়ার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, তাতেও স্থগিতাদেশ দেওয়া হয় আজ। ২৬ হাজার চাকরিপ্রাপকের বেতন ফেরতের নির্দেশেও স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। জানানো হয়, পরবর্তী নির্দেশ পর্যন্ত সুদ-সহ বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ থাকছে। তবে হাইকোর্টের রায়ের বেশ কিছু অংশ বজায়ও রেখেছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, অযোগ্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকবে। নিয়োগে অতিরিক্ত শূন্য পদ সৃষ্টিকর্তা-সহ মন্ত্রিসভার ভূমিকায় সিবিআই তদন্ত চলবে, এই কথাও জানানো হয় এদিনের নির্দেশে। সব মিলিয়ে, একদিকে যখন তৃতীয় দফার ভোট ঘিরে গোটা দেশে তৎপরতা, তখন এসএসসি মামলায় শীর্ষ আদালতের নির্দেশ ঘিরে তৈরি হল আলোড়ন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন:এবার ভোটে কত আসন পাবে তৃণমূল ? নদিয়া থেকে ভবিষ্যৎবাণী মোদির
Education Loan Information:
Calculate Education Loan EMI