Coivd-19 in Bengal : রাজ্যের ৫ স্বাস্থ্য-জেলায় কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী, স্বাস্থ্য দফতরের সার্ভেতে মিলল তথ্য
Corona Virus in Bengal : বঙ্গের ওপর কি ফের করোনার (Corona Virus) চোখ রাঙানি?
কলকাতা : ফের চিন্তা বাড়াচ্ছে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ (Corona Graph)। রাজ্যের ৫ স্বাস্থ্য-জেলায় কোভিড (Covid) সংক্রমণ ঊর্ধ্বমুখী। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নন্দীগ্রাম, বসিরহাটে বাড়ছে সংক্রমণ।
বসিরহাট স্বাস্থ্য জেলায় সংক্রমণের হার সর্বাধিক। এখানে সংক্রমণের হার ১.১৬ শতাংশ। তারপর সংক্রমণের হার সবথেকে বেশি উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলায়। চলতি বছরে স্বাস্থ্য দফতরের তৃতীয় সেন্টিনেল সার্ভেতে মিলল তথ্য।
রাজ্যে করোনায় মৃত্যু-
এদিকে সপ্তাহখানেক পর ফের কোভিডের জেরে রাজ্যে করোনায় মৃত্যু নিয়ে চিন্তা বেড়েছে। আগের দিনে বুলেটিনে মেলে এই তথ্য। গত ২৯ মে-র পর এই প্রথম কোনও রাজ্যবাসীর মৃত্যু হয় করোনার জেরে। বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) মৃত্যু হয় ৩৫ বছরের মহিলার। বেসরকারি হাসপাতাল থেকে রেফার করা হয়ছিল বেলেঘাটা আইডি-তে।
করোনা আক্রান্ত হয়ে প্রথমে বাইপাসের ধারে এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই মহিলা। তাঁর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আইসিইউতি (ICU) ভেন্টেলেটারি সাপোর্টে (Ventelaray Support) রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসরা সমস্ত চেষ্টা করলেও অত্যন্ত সঙ্কটজনক রোগীর মৃত্যু হয়। প্রসঙ্গত, গত মে মাসের ১, ৬ ও ২৯ তারিখ, মাত্র এই তিনদিন করোনার জেরে একজন করে রাজ্যবাসীকে হারাতে হয়েছিল আমাদের।
দেশের কোভিড গ্রাফ-
এদিকে ফের চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা (Covid) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের সাড়ে ৪ হাজার ছুঁইছুই। তবে উদ্বেগ কমিয়ে সামান্য কমেছে দৈনিক মৃত্যু।
রবিবারের বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health & Family Welfare, Govt of India) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৬২।