Tarunjyoti Tiwari BJP : 'আদালতের রায় নিয়ে রাজনীতিকদের নানা মন্তব্য আদালত অবমাননার সমান' মামলা করলেন তরুণজ্যোতি তিওয়ারি
Contempt Of Court : তুষার মেহতা সুপ্রিম কোর্টে বলেন, 'রায় বা নির্দেশ বিরুদ্ধে গেলেই সংশ্লিষ্ট বিচারপতিকে টার্গেট করার একটা প্রবণতা চলছে।'
সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, কলকাতা : আদালতের রায় নিয়ে রাজনীতির ময়দানে নানা মন্তব্য করা হচ্ছে। যা আসলে আদালত অবমাননার সমান। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি (BJP) নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। বিষয়টি নিয়ে বেধেছে রাজনৈতিক বাগযুদ্ধ।
আদালত অবমাননার অভিযোগ
সাম্প্রতিক অতীতে নিয়োগ দুর্নীতি-সহ বিভিন্ন মামলার রায় এবং সেই প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে নেতা-নেত্রীদের করা নানা মন্তব্যের প্রেক্ষিতে, আদালত অবমাননার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী ও রাজ্য বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি। অভিযোগের প্রসঙ্গটি নিয়ে সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। যার প্রেক্ষিতে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন :
'ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ নয়', হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক
'বিচারপতিকে টার্গেট'
গত জুলাইয়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় একটি মন্তব্য করেন। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার প্রেক্ষিতে সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে বলেন, 'রায় বা নির্দেশ বিরুদ্ধে গেলেই সংশ্লিষ্ট বিচারপতিকে টার্গেট করার একটা প্রবণতা চলছে। কলকাতায় বিচারপতির এজলাসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসের বাইরেও বিক্ষোভ হয়েছে। একজন বিচারপতির বিরুদ্ধে কুরুচিকর পোস্টার দেওয়া হয়েছে। এই মামলার মামলাকারী প্রকাশ্য জনসভায় বিচারপতির বিরুদ্ধে কথা বলেছেন। এই পরিস্থিতিতে এই নির্দেশে বিচারপতিদের মনোবল ধাক্কা খেতে পারে।'
যাঁরা এইসব ঘটনা ঘটিয়েছেন, তাঁরা এই নির্দেশের ফলে আরও সাহস পেয়ে যাবেন বলেও মন্তব্য করেন সলিসিটার জেনারেল। সেদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেন, বিচারপতিদের হেনস্থার চেষ্টা বন্ধ করা দরকার। এই প্রেক্ষাপটেই রাজ্যে যখন দুর্নীতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলা চলছে, তখন আদালত অবমাননার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
গত জুলাইয়ে, দুর্নীতি মামলায় ED বা CBI অভিষেককে জেরা করতে পারবে বলে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির তলবকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেক মামলা দায়ের করেন। এরপর হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিচারপতি জানিয়ে দেন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবে ইডি।
আরও খবর :
'দিলীপ, রাহুল বাঙালি বলেই বিজেপিতে কোণঠাসা' পোস্টারে ছয়লাপ, বিজেপিতে 'গৃহ'-যুদ্ধ?