LPG Price Drop : কলকাতায় অনেক সস্তা হল রান্নার গ্যাস ! সারা দেশেই একধাক্কায় কমল LPG-র দাম
সারা দেশেই একধাক্কায় কমল LPG-র দাম। কলকাতায় কত টাকা?

অর্থবর্ষের শুরুতেই দারুণ সুখবর। রাজধানী দিল্লি থেকে বাণিজ্যনগরী মুম্বই, কলকাতা থেকে চেন্নাই, সব মেট্রোসিটিতেই ১ এপ্রিল থেকে গ্যাস সিলিন্ডারের দাম কমল। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪০ টাকা পর্যন্ত দাম কমেছে। কিন্তু বাড়িতে ব্যবহার করার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। গত মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছিল। গৃহস্থালী রান্নার গ্যাস সিলিন্ডারের দাম শেষবার ২০২৪ সালের মার্চ মাসে কমেছিল। এর পর থেকে প্রায় ১১ মাস ধরে রান্নার গ্যাসের দাম একই জায়গায় রয়েছে , কোনও পরিবর্তন করা হয়নি।
কোথায় কত দাম
দেশের সবচেয়ে বড় পেট্রোলিয়াম কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এখন ১৭৬২ টাকা হল। অর্থাৎ ৪১ টাকা কমেছে। অন্যদিকে, কলকাতায় কমেছে ৪৪ টাকা ৫০ পয়সা। এখন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১৮৬৮.৫০ টাকা হয়েছে।
এক নজরে তালিকা 
অন্যদিকে, দেশের মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪২ টাকা কমেছে। এখন সেখানে বাণিজ্যিক গ্যাসের দাম ১৭১৩ টাকা ৫০ পয়সা । আর চেন্নাইয়ে সিলিন্ডারের দাম ৪৩ টাকা ৫০ পয়সা কমে, নতুন দাম ১৯২১ টাকা ৫০ পয়সা।
গৃহস্থালী গ্যাস সিলিন্ডারের দাম কত হল?
অন্যদিকে, বাড়িতে ব্যবহার করার গৃহস্থালী গ্যাস সিলিন্ডারের দাম, বর্তমানে দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইতে ৮০২ টাকা ৫০ পয়সা, কলকাতায় ৮২৯ টাকা এবং চেন্নাইতে ৮১৮ টাকা ৫০ পয়সা। ২০২৪-এ ৯ মার্চ গৃহস্থালী গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ১০০ টাকা পর্যন্ত কমে ছিল সব জায়গাতেই।
সরকারি তেল কোম্পানিগুলি প্রতি মাসের শুরুতে গৃহস্থালী এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের পর্যালোচনা করে এবং তারপরে তার দাম নিয়ে সিদ্ধান্ত নেয়। এইভাবে, নতুন অর্থবর্ষের শুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের দামে অনেকটা স্বস্তি দিল তেল কোম্পানিগুলি। গত মাসে, অর্থাৎ ১ মার্চ, তেল কোম্পানিগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬ টাকা বাড়িয়েছিল। আন্তর্জাতিক তেলের বাজারে কাঁচা তেলের দাম ওঠানামা করার প্রভাবেই এভাবে দাম বদলায়।






















