SSC: ভুল সুপারিশ কবুল করল কমিশন! হাইকোর্টের নির্দেশে আরও ৪০ জনের তালিকা প্রকাশ
SSC List: জানা গিয়েছে যে, ওএমআর শিটে শূন্য, অথচ সার্ভারে নম্বর বেশি! ভুল সুপারিশ কবুল করে তালিকা প্রকাশ কমিশনেরই!
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হাইকোর্টের (Highcourt) নির্দেশের পর 'অযোগ্য শিক্ষকদের' ১৮৩ জনের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। এবার সেই হাইকোর্টের নির্দেশ মেনেই ৪০ জনের নামের তালিকাও প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ওএমআর শিটে (OMR Sheet) নম্বর বাড়িয়ে ভুয়ো সুপারিশের অভিযোগ ছিলই। এবার আদালতের নিয়ম মেনে ৪০ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
জানা গিয়েছে যে, ওএমআর শিটে শূন্য, অথচ সার্ভারে নম্বর বেশি! ভুল সুপারিশ কবুল করে তালিকা প্রকাশ কমিশনেরই!
আরও পড়ুন, ১০০ OMR শিট CBI-কে দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
প্রসঙ্গত, আজই বেআইনি ভাবে নিয়োগ হওয়া ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কমিশনের ওয়েবসাইটে ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। এর আগে ১৮৩ জনের বেআইনি চাকরির সুপারিশের কথা স্বীকার করে কমিশন।
এদিন এই বেআইনি চাকরির সুপারিশের প্রমাণ দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এটা কোনও ভূতের কাজ নয়। কমিশনের অফিসে যাঁরা কাজ করেন, তাঁরাই এই দুর্নীতি করেছেন।' যদিও ‘আসল ওএমআর শিট নষ্ট হয়ে গেছে’, আদালতে দাবি কমিশনের আইনজীবীর। ‘ওএমআর শিট নিয়ে এত প্রশ্নের পর কীভাবে নষ্ট করা হল?’, প্রশ্ন বিচারপতির।
যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, তাঁদের কেবল নাম নয়, অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর, কোন বিষয়ে পেয়েছেন, কোন ক্যাটেগরির সব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে প্রতিটি বিষয়েই কিন্তু 'অযোগ্য প্রার্থীরা' চাকরি পেয়েছেন। কমিশনের প্রকাশিত তালিকা থেকে সেই তথ্যই পাওয়া যাচ্ছে।