WB Assembly: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, আরও ৭ বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের
নীলাদ্রিশেখর দানা, দীপক বর্মন, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, সুদীপ কুমার মুখোপাধ্যায়কে নোটিস। প্রথম এফআইআরের প্রেক্ষিতে তদন্ত শুরু লালবাজারের গুন্ডাদমন শাখার।
কলকাতা: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে আরও ৭ বিজেপি বিধায়কের (BJP MLA) বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। গতকাল জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে দ্বিতীয় এফআইআর। আগে ১১ বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। আগের এফআইআরের প্রেক্ষিতে ৫ বিজেপি বিধায়ককে নোটিস। সোমবার দুপুর দেড়টায় জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তলব। নীলাদ্রিশেখর দানা, দীপক বর্মন, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, সুদীপ কুমার মুখোপাধ্যায়কে নোটিস। প্রথম এফআইআরের প্রেক্ষিতে তদন্ত শুরু লালবাজারের গুন্ডাদমন শাখার।
একদিকে বঞ্চনার অভিযোগে ফের চোর চোর স্লোগান। অন্যদিকে থালা, কাসর, বাঁশির আওয়াজে কান পাতা দায়। বৃহস্পতিবার এভাবেই তৃণমূল ও বিজেপির পাল্টা কর্মসূচিতে উত্তপ্ত ছিল বিধানসভা চত্বর। ঠিক এভাবেই বুধবার, চোরের পাল্টা চোর স্লোগানে ছেয়ে গেছিল রাজ্যের আইনসভা ভবনের চারপাশ। যার জল গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। পূর্ব ঘোষণা মতোই বৃহস্পতিবারও দুপুর তিনটে থেকে অম্বেডকরের মূর্তির পাদদেশে, ধর্নায় বসেছিলেন তৃণমূলের মন্ত্রী-বিধায়করা। তাঁদের কয়েকজনের হাতে ছিল থালা। অন্যদিকে গতকাল বিজেপির কোনও কর্মসূচি না থাকলেও, দলের তরফে অভিযোগ, শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময়, তাঁকে উদ্দেশ্য় করে চোর স্লোগান দিয়েছিলেন তৃণমূল শিবির। এরপরই বিরোধী দলনেতার নেতৃত্বে দুর্নীতির প্রতিবাদে, পাল্টা থালা, কাসর, বাঁশি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন বিজেপি বিধায়করা। বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলে গতকালই বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করে তৃণমূল। তৃণমূল শিবিরের অভিযোগ, বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছিলেন বিজেপি বিধায়করা।
বুধবার, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, কালো পোশাকে তৃণমূল বিধায়কের ধর্নায় যখন উপস্থিত ছিলেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তখন মাত্র ৩০ ফুট দূর থেকে সেই দিকে আঙুল তুলে চোর স্লোগান দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের অভিযোগ, বুধবার বিধানসভা চত্বরে যখন তাদের বিধায়করা জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন স্লোগান দিয়ে তা অবমাননা করেন বিজেপি বিধায়করা। এই নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং তাপস রায়। তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের অভিযোগপত্র সচিবের মাধ্যমে হেয়ার স্ট্রিট থানায় পাঠান অধ্যক্ষ। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে, ১১ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। জাতীয় সঙ্গীত অবমাননা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে। আর জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে এবার আরও ৭ বিজেপি বিধায়কের (BJP MLA) বিরুদ্ধে অভিযোগ দায়ের। গতকাল জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে দ্বিতীয় এফআইআর করা হয়।আগের এফআইআরের প্রেক্ষিতে ৫ বিজেপি বিধায়ককে নোটিস দেওয়া হয়েছে। প্রথম এফআইআরের প্রেক্ষিতে তদন্ত শুরু করল লালবাজারের গুন্ডাদমন শাখা। সোমবার দুপুর দেড়টায় জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তলব।
আরও পড়ুন: WB Assembly: TMC-র ধর্নার পর অম্বেডকর মূর্তির পাদদেশ ‘অপবিত্র’! গঙ্গাজল দিয়ে এলাকা সাফ BJP বিধায়কদের