Kaustav Bagchi: 'সরকারের অপশাসন এবং দুর্নীতিতে বীতশ্রদ্ধ' সোশাল মিডিয়ায় পোস্ট কৌস্তভ বাগচীর
Congress: ফের কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন কৌস্তভ বাগচী। সোশাল মিডিয়ায় পোস্ট করলেন কংগ্রেস নেতা।
কলকাতা: জয়রাম রমেশের মমতা বন্দ্যোপাধ্য়ায় স্তুতির মধ্য়েই কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। সোশাল মিডিয়ায় পোস্ট করলেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।
স্তুতি জারি কংগ্রেসের: প্রদেশ কংগ্রেস বারবার সুর চড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি জারি রেখেছে দলের হাইকম্যান্ড। স্পষ্ট জানিয়ে দিয়েছে দুই দলের লক্ষ্যই বিজেপিকে হারানো। এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, 'দুই দলের মধ্যে গণতন্ত্র আছে বলেই নানারকম কথা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের একটাই লক্ষ্য বিজেপিকে হারানো। দুই দলেরই উদ্দেশ্য এক, ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ।' আর এরই মধ্যে সোশাল মিডিয়ায় পোস্ট করে অস্বস্তি বাড়ালেন প্রদেশ কংগ্রেস নেতা।
কী বললেন প্রদেশ কংগ্রেস নেতা?
কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব যখন তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ক্রমাগত ইতিবাচক বার্তা দিয়ে আসছেন, তখন তার বিরোধিতা শোনা গেছে আইনজীবী কৌস্তভ বাগচীর গলায়। এদিন তিবি বলেন, “রাহুল গাঁধীর কাছে মানুষজন এখানে শুনতে চায়, সাধারণ যাঁরা চাকরিপ্রার্থী, বঞ্চিত যাঁরা চাকরিপ্রার্থী এই বিষয়ে ন্য়ায়ের বিষয়ে শুনতে চায়। যারা DA চাইছে, তারা কীভাবে ন্য়ায় পাবে? বাংলার মানুষ মুখিয়ে আছে এগুলো শোনার জন্য়। বাংলার মানুষ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বর্ণনা শুনতে চায় না। এখানে তৃণমূল কংগ্রেসের অন্য়ায়ের বিরুদ্ধে ন্য়ায়ের কথা শুনতে চাইছে মানুষ রাহুল গাঁধীর মুখ থেকে।’’
এদিকে দু’দিন বিশ্রামের পর, বাংলায় ফের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করছেন রাহুল গাঁধী। এদিন বাগডোগরায় নেমে দুপুরে জলপাইগুড়ি শহরের PWD মোড় থেকে ন্যায় যাত্রা শুরু করেন তিনি। প্রায় দেড় কিলোমিটার পদযাত্রা করেন রাহুল। বাসে শিলিগুড়ি পৌঁছে থানা মোড় থেকে ফের দেড় কিলোমিটার পদযাত্রা করবেন কংগ্রেস নেতা। শেষে এয়ারভিউ মোড়ে জনসভা। পুলিশের অনুমতি না মিললেও রাহুলের সভা হবেই বলে জানায় কংগ্রেস। এরপর গাড়িতে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুরে যাবেন রাহুল। সেখানেই রাত্রিবাস। আগামীকাল চোপড়া থেকে বিহারের কিষাণগঞ্জ পৌঁছবে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা। সেখানে বিহার প্রদেশ কংগ্রেস সভাপতির হাতে দলের পতাকা হস্তান্তর করবেন অধীর চৌধুরী। ৩১ জানুয়ারি, মালদা থেকে শুরু হবে রাহুল গাঁধীর দ্বিতীয় পর্যায়ের ন্যায় যাত্রা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।