Abhishek Banerjee : অভিষেকের ভোট নির্ঘণ্ট মন্তব্য়ের প্রতিবাদে রাজ্য় নির্বাচন কমিশনারকে চিঠি কৌস্তভের
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ের প্রতিবাদে, রাজ্য় নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস নেতা ও আইজীবী কৌস্তভ বাগচী।
শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী, কলকাতা : পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) কোন সময়ে হবে, তা কার্যত বলে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ( Abhishek Banerjee ) । এনিয়ে কটাক্ষ করছে বিরোধীরা। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ের প্রতিবাদে, রাজ্য় নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস নেতা ও আইজীবী কৌস্তভ বাগচী।
'আমি আপনাদের বলছি এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শেষ হবে, পঞ্চায়েত নির্বাচন হবে।' পঞ্চায়েত ভোট কবে হবে? রাজ্য় নির্বাচন কমিশন এখনও কোনও দিনক্ষণ ঘোষণা করেনি। রাজ্য় সরকারও এবিষয়ে কিছু বলেনি। কিন্তু, এই পরিস্থিতিতে, পঞ্চায়েত ভোট কোন সময়ে হবে, তা কার্যত বলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়! এই মুহূর্তে অভিষেক তৃণমূলে নবজোয়ার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। যা জুন মাসে শেষ হওয়ার কথা।
রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে অগাস্ট মাসে। নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঠিক করে রাজ্য নির্বাচন কমিশন। বিরোধীরা প্রশ্ন তুলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাজ্য সরকারের কেউ নন! তিনি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ। তাহলে তিনি কীভাবে পঞ্চায়েত ভোটের সময় কার্যত ঠিক করে দিচ্ছেন?
দিলীপের প্রতিক্রিয়া
'রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের শাখা সংগঠন, সেই কারণে তৃণমূলের নেতা হিসাবে সঠিক কথা বলছেন অভিষেক প্রশ্ন হচ্ছে, তৃণমূলের নবজোয়ারের জন্য, মানুষের নির্বাচন কেন বাকি থাকবে?' মন্তব্য বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ।
সুজনের প্রতিক্রিয়া
'অভিষেক রাজ্যের নির্বাচন কমিশনার নন, রাজ্যের মুখ্যমন্ত্রী নন, রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী নন। তার কথা শুনে করলে, বুঝে নিতে হবে, সরকার ও নির্বাচন কমিশন কারচুপির মধ্যে ঢুকে গেছে।' মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।
কৌস্তভ বাগচীর চিঠি
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ের প্রতিবাদে, রাজ্য় নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস নেতা ও আইজীবী কৌস্তভ বাগচী। তিনি লিখেছেন,' ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যেভাবে ২০২৩-এর পঞ্চায়েত ভোটের সময় ঘোষণা করেছেন, তাতে এটা স্পষ্ট যে, আপনার ভূমিকা তিনি পালন করছেন। সাংসদের এই আচরণ অত্য়ন্ত নিন্দনীয়। এতে আপনার ভূমিকা এবং বিশ্বাসযোগ্য়তা নিয়ে সন্দেহের মেঘ তৈরি হচ্ছে। হয় ব্য়াখ্য়া দিন, নয় পদত্য়াগ করুন।'
কবে হবে পঞ্চায়েত নির্বাচন? কার্যত সময় ঘোষণা অভিষেকের? সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই তা নিয়ে বিতর্কের পারদ তুঙ্গে।