![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Awas Yojana Scam : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম ! 'চক্রান্ত' দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
BJP- TMC : এদিকে জেলা প্রশাসন সূত্রে খবর, নিশীথ প্রামাণিকের বাবার আর্জির পর, আবাস যোজনার বাড়ি প্রাপকদের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।
![Awas Yojana Scam : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম ! 'চক্রান্ত' দাবি কেন্দ্রীয় মন্ত্রীর Cooch Behar Centre Minister Nisith Pramanicks Father name in PM Awas Yojana Scheme list says conspiracy Awas Yojana Scam : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম ! 'চক্রান্ত' দাবি কেন্দ্রীয় মন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/18/ffd83c77aa3beaa9279957328589ba94167137959479952_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) ঘর প্রাপকদের নামের তালিকায় দেখা গেল, নিশীথ প্রামাণিকের (Nisith Pramanick) বাবার নাম। চক্রান্ত বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জেলাশাসকের কাছে নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁর বাবা। সেই সঙ্গে সমীক্ষক দলের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
একাধিক অভিযোগ
কোথাও পঞ্চায়েত উপপ্রধানের পেল্লাই বাড়ি, কোথাও আবার পঞ্চায়েত প্রধানের ঢালাই ছাদ-সহ পাকা বাড়ি, অথচ তাঁদের নাম রয়েছে আবাস যোজনার উপভোক্তাদের তালিকায়!! একের পর এক উদাহরণ সামনে আসায়, যখন বিরোধীদের নিশানায় বিদ্ধ তৃণমূল, তখন আচমকা উলটপুরাণ কোচবিহারে। এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ, নিশীথ প্রামাণিকের বাবার নাম দেখা গেল আবাস যোজনার তালিকায়।
তালিকায় তোলপাড়
আবাস যোজনায় কারা কারা বাড়ি পেতে পারেন, ২০১৮ সালে তার সমীক্ষা হয়। সেই তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে। কারণ সেখানে দেখা যাচ্ছে, দিনহাটা ১ নম্বর ব্লকের, ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি-প্রাপকদের তালিকায় নাম রয়েছে বিধুভূষণ প্রামাণিকের। তিনি হলেন নিশীথ প্রামাণিকের বাবা। আর এই তালিকা প্রকাশ্যে আসতেই, সময় নষ্ট না করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল।
রাজনৈতিক চাপানউতোর
তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিজেপি রাজনীতি করছে। এবার নিশীথ প্রামাণিকের বাবার নাম উঠেছে আবাস তালিকায়। এটা নিয়ে বিজেপি রাস্তায় নামুক।'
যদিও, গোটা বিষয়টি চক্রান্ত বলে দাবি করেছেন নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় মন্ত্রী কটাক্ষ করে বলেছেন, যেহেতু আবাস যোজনার তালিকায় একাধিক তৃণমূল নেতার নাম উঠেছে, সেই বিতর্ক ধামাচাপা দিতেই তাঁর বাবার নাম তালিকায় তোলা হয়েছে। এদিকে আবাস যোজনায় ঘর প্রাপকদের তালিকায়, তাঁর নাম থাকার বিষয়টি জানাজানি হতেই জেলাশাসককে ই-মেল করেছেন নিশীথ প্রামাণিকের বাবা।
বাদ দিতে আবেদন
সেখানে তিনি লিখেছেন, আমার অর্থনৈতিক অবস্থা ভাল। আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আমি কোনও আবেদন জানাইনি, আমার তা প্রয়োজনও নেই। আমার নাম দ্রুত তালিকা থেকে বাদ দেওয়া হোক। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর বাবা এও হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, সমীক্ষক দল এবং তালিকা তৈরির কাজে যুক্ত থেকে যাঁরা, সমাজে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব।
এই প্রেক্ষাপটে বামেরা আবার মনে করিয়ে দিচ্ছে, যে সমীক্ষার তালিকায় কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নাম ওঠা নিয়ে এত বিতর্ক, সেই সমীক্ষা হয়েছিল ২০১৮ সালে। যে সময় নিশীথ প্রামাণিক তৃণমূলে ছিলেন।
এদিকে জেলা প্রশাসন সূত্রে খবর, নিশীথ প্রামাণিকের বাবার আর্জির পর, আবাস যোজনার বাড়ি প্রাপকদের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- 'পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে বাধা দিলে ওসিকে বেঁধে রাখুন' হুমকি বিজেপি নেতার !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)