Cooch Behar News: কোচবিহারে BJP নেত্রীর বাড়ির সামনে মিলল তাজা বোমা
বোর্ড গঠনের আগে নেত্রীর বাড়ির সামনে বোমা রেখে ভয় দেখাতে চাইছে বিজেপির জয়ী প্রার্থীদের, দাবি গেরুয়া শিবিরের।
কোচবিহার: কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জে পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে বিজেপি নেত্রীর বাড়ির সামনে মিলল তাজা বোমা (Bomb)। পঞ্চায়েত হাতছাড়া হওয়ায় ভয় দেখিয়ে দলবদল করাতে চাইছে তৃণমূল। অভিযোগ করেছে বিজেপি (BJP)। ভোটে জিতে ওরাই অত্যাচার চালাচ্ছে, পাল্টা আক্রমণ করেছে শাসকদল (TMC)।
'বোমা রেখে ভয় দেখাতে চাইছে বিজেপির জয়ী প্রার্থীদের'
বাড়ির সামনে পড়ে আছে দু’-দুটি তাজা বোমা, সাতসকালে দরজা খুলেই ভয় পেয়ে যান বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী দুর্গা আর্য। মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জে এই বোমা উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়ায়। তাঁর বাড়ির দরজাতেই মেলে তাজা বোমা। তুফানগঞ্জ ২ বিজেপি মহিলা মোর্চা মণ্ডল সভানেত্রী দুর্গা আর্য বলেন,' সকালে বাড়ির সামনে প্লাস্টিকের ব্যাগে বোমা দেখতে পাই।'
'ভোটের ফল মেনে নিতে পারছে না তৃণমূল'
বিজেপির দাবি, এর নেপথ্যে রয়েছে শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের অঙ্ক। এই পঞ্চায়েতে মোট আসন ১৩।এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ১০টি আসন। মাত্র ৩টি আসন পেয়েছে তৃণমূল। এবার তৃণমূলের কাছ থেকে এই গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে বিজেপি। ১০ অগাস্ট বোর্ড গঠন।গেরুয়া শিবিরের দাবি, ভোটের ফল মেনে নিতে পারছে না তৃণমূল।তাই বোর্ড গঠনের আগে নেত্রীর বাড়ির সামনে বোমা রেখে ভয় দেখাতে চাইছে বিজেপির জয়ী প্রার্থীদের।
গতমাসেও নির্দল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি
জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে নির্দল প্রার্থীর (Independent Candidate) বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছিল।মুর্শিদাবাদের সালারে নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়েছিল মুর্শিদাবাদের সালারে। ভোট লুঠ করতে না পারায় বাধা, দাবি ছিল আইএসএফ প্রার্থীর (ISF Candidate)। অভিযোগ মানতে নারাজ শাসক দল (TMC)।
আরও পড়ুন, হাওড়া-জয়নগর এক্সপ্রেসে বিপত্তি
জুনে বিজেপি মহিলা প্রার্থীর বাড়ির সামনে রাতে বোমাবাজি
তার ঠিক আগের মাসে অর্থাৎ জুনে, হাসনাবাদে বিজেপি মহিলা প্রার্থীর বাড়ির সামনে রাতে বোমাবাজির অভিযোগ উঠেছিল। বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছিল বোমা। এমনটাই অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হাসনাবাদ থানার আমলানি গ্রাম পঞ্চায়েতের হরিপুর দাসপাড়ায় ঘটনাটি ঘটে। আমলানি গ্রাম পঞ্চায়েতের ১৭২ নম্বর বুথে বিজেপি প্রার্থী সঞ্চিতা ঋষি দাসের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছিল সেবার। তবে পঞ্চায়েত ভোট বেরিয়ে গেলেও, এখনও বোর্ড গঠনের মুখে বোমা উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।