Coochbehar : কোচবিহারে ব্যাপক রদবদল তৃণমূলে, পদ থেকে বাদ পড়া একাধিক নেতার গলায় ক্ষোভের সুর
TMC Reshuffle : একের পর এক তৃণমূল নেতার গলায় ঝরে পড়ছে ক্ষোভ। কেউ দলের বিরুদ্ধে, কেউ আবার নেতার বিরুদ্ধে ঊষ্মা প্রকাশ করছেন

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের (Coochbehar) ২২টি ব্লকে তৃণমূল (TMC), যুব তৃণমূল ও INTTUC-র সভাপতি ও সহ সভাপতি পদে রদবদলের জের। ক্ষোভ ঝরে পড়ছে, পদ থেকে বাদ পড়া একাধিক তৃণমূল নেতার গলায়। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
একাধিক তৃণমূল নেতার গলায় ক্ষোভ-
গীতালদাহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি আবু আল আজাদ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই পরিষ্কারভাবে বলেছিলেন যে, কোনও ঠিকাদার, কোনও দুর্নীতিবাজ-এ ধরনের লোককে দলের দায়িত্ব দেওয়া হবে না। আমরা কী দেখছি ? এই কথাগুলো ঠিক থাকছে না। এদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে। তারপরও তাঁদের দায়িত্ব দিল। যাঁদের দায়িত্ব দিল, তাঁদের নেতৃত্বে এভাবে থাকাটা সম্ভব নয়।
আরও পড়ুন ; 'আমি মুক্ত!' সিতাইয়ের তৃণমূল বিধায়কের পোস্টে জল্পনা, পদ না পেয়ে ‘পোস্ট’?
দিনহাটা ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি তাপস দাস বলছেন, আমরা কোনওদিন গ্রহণযোগ্যতার মানুষ না। আর কোনওদিন গ্রহণযোগ্যতাতে আসতেও পারব না। আমরা হচ্ছি, ইউজ অ্যান্ড থ্রো। দলের কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান গাইব।
একের পর এক তৃণমূল নেতার গলায় ঝরে পড়ছে ক্ষোভ। কেউ দলের বিরুদ্ধে, কেউ আবার নেতার বিরুদ্ধে ঊষ্মা প্রকাশ করছেন। শনিবারই, কোচবিহার জেলার ২২টি ব্লকে তৃণমূল, যুব তৃণমূল ও INTTUC-র সভাপতি ও সহ সভাপতি পদে ব্যাপক রদবদল করা হয়। ৬-৭টি ব্লক ছাড়া বাকি সবগুলোরই সভাপতি বদল করা হয়।এরপরই এ নিয়ে দলের অন্দরে দেখা দেয় ক্ষোভ।
নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণার পরই জেলা সভাপতি ও চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে পদ থেকে ইস্তফা দেন গীতালদহ ১ নম্বর অঞ্চলের সভাপতি। আবু আল আজাদ বলেন, নেত্রী... রাজ্য পার্টি কী করছে। আমাদের নতুন সভাপতি মাননীয় অভিজিত্ দে ভৌমিক তিনি কী করছেন, কী করে এটা হয় ? ২২টা ব্লকের মধ্যে মুখ নেই, নতুন করে হল সব... পার্টিটার তো সর্বনাশ করছেন।
পদ হারিয়ে ক্ষুব্ধ দিনহাটা ২ নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি তাপস দাস। এরই মধ্যে স্থানীয় বিধায়ক, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীর বিরুদ্ধে ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দিয়েছেন সদ্য অপসারিত মেখলিগঞ্জের যুব তৃণমূলের ব্লক সভাপতি। মেখলিগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শাহিন সরকার বলেন, আমি পরেশবাবুকে বলতে চাই এই কথাটা। আপনি যেদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তার অনেক আগে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আমার থেকে অনেক জুনিয়র। যেভাবে দুই ব্যক্তিকে আপনি নিয়ে আসলেন পরেশবাবু.... তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত আপনি করছেন, সেটার তীব্র ধিক্কার জানাচ্ছি... তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনি নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছেন দলটাকে।
এদিকে এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কোচবিহার বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, তৃণমূলের তো এটাই কালচার। বেশি তোলা তুলতে পারছিল না। তোলা তোলার জন্য নতুন নেতা তৈরি হচ্ছে। দিনহাটায় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ। কারণ, করে খাওয়া বন্ধ হয়ে গেছে।
কোচবিহার তৃণমূলের সভাপতি অভিজিত্ দে ভৌমিক অবশ্য বলেন, ১২৮টি অঞ্চল। ২-৩ জায়গায় ক্ষোভ বিক্ষোভ রয়েছে। কথা বলে মিটিয়ে নেব। এগুলো কোনও সমস্যা নয়।
একদিকে যখন ক্ষোভ-বিক্ষোভের ছবি। তখন কোচবিহারেরই বেশ কিছু জায়গায় দেখা গেল, নতুন পদাধিকারীদের স্বাগত জানাচ্ছেন দলের কর্মীরা। কোথাও চলছে মিষ্টি মুখ, কোথাও হয় আবির খেলা।






















