Coochbehar News: তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি, কাঠগড়ায় বিজেপি
দিনহাটার ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের খাসতালুকে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি ছোড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দিনহাটার (Dinhata) ভেটাগুড়ি ১ নম্বর অঞ্চলে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি-গুলি চালানোর অভিযোগ। অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে রাতের অন্ধকারে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ।
বোমাবাজি-গুলি চালানোর অভিযোগ: দিনহাটার ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের খাসতালুকে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি ছোড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। খড়ের গাদায় লাগানো হয় আগুন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৩টি তাজা বোমা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রুইয়েরকুঠি এলাকায়। অভিযোগ, তৃণমূলের ভেটাগুড়ি ১-এর অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি, বোমাও ছোড়া হয়।
স্থানীয় সূত্রে খবর, প্রায় এক ঘণ্টা পর দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণের চেষ্টায় খড়ের গাদার আগুন নেভায়। দিনহাটা থানার পুলিশ কর্মীরা পৌঁছে বোমা গুলি নিষ্ক্রিয় করে। রুইয়েরকুঠি গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, লোকসভা ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে বিজেপি। পাল্টা শাসকদলকে আক্রমণ করে গেরুয়া শিবিরের দাবি, ভিত্তিহীন দাবি করে নিজেদের গোষ্ঠীকোন্দল ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।
ভাঙড়েও অশান্তি: লোকসভা ভোট ঘোষণা হতেই দিকে দিকে অশান্তির ছবি। দেওয়াল লেখা ঘিরে গতকাল তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। সরাসরি সংঘর্ষে জড়ায় তৃণমূল-ISF দু'পক্ষ। তাতে ঝরে রক্তও। রীতিমতো খণ্ডযুদ্ধে জড়ায় তৃণমূল ও ISF। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, এলাকায় গিয়ে যুযুধান দু'পক্ষকে সামলাতে হয় পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনীকে। ISF-এর অভিযোগ, দেওয়ালে তাঁদের নাম দিয়ে চিহ্নিত করা থাকলেও তা মুছে ফেলে নিজেদের প্রার্থীর নাম লেখা শুরু করে তৃণমূল। ISF কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে ভাঙড়ে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিকে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে পোলেরহাট থানায় লিখিত অভিযোগ করেছে ISF-তৃণমূল দু'পক্ষই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: ছাড়লেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবার অভিমানী রুদ্রনীল ঘোষ?