Uttar Banga Express Fire: ট্রেনে আগুন আতঙ্ক, উত্তরবঙ্গ এক্সপ্রেসে এসি কোচে ধোঁয়া
Coochbehar News: রেলের এক কর্মচারী ট্রেনের এসি কোচটির দরজা খুলতে গিয়ে হঠাৎ ধোঁয়া দেখতে পান। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের ট্রেনে আগুন আতঙ্ক। বামনহাট স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের (Uttar Banga Express) এসি কোচে ধোঁয়া দেখতে পান এক কর্মচারী। তাতেই আতঙ্ক ছড়ায়। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কোচে ধোঁয়া: বামনহাট স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কোচে আগুন। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১:৫৫ মিনিট নাগাদ বামনহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের এসি থ্রি টায়ারের B-1 কোচে আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেলের এক কর্মচারী ট্রেনের এসি কোচটির দরজা খুলতে গিয়ে হঠাৎ ধোঁয়া দেখতে পান। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো গেছে বলে রেল সূত্রে খবর। ট্রেনটি বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ এসি কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই স্টেশনে থাকা রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও রেলের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান স্মোক এলার্ম এর জন্যই ধোঁয়া দেখা গিয়েছিল। যদিও পরবর্তীতে ২:০৬ মিনিট নাগাদ বামনহাট স্টেশন থেকে ছেড়ে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি রওনা দেয়।
দিনকয়েক আগে ওড়িশায় রেল দুর্ঘটনা ঘটে। ওড়িশায় রেল দুর্ঘটনা মৃত্যু হয় ১ জনের ও আহত হন ৭ জন। গত ৩০ মার্চ কটক পরিয়ে যাওয়ার সময়ে সকাল ১১টা ৫৪ নাগাদ নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি। দুর্ঘটনার খবর মিলতেই সেখানে পৌঁছন ইস্টকোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার, খুড়দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা। দুর্ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল রিলিফ ট্রেন পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। লাইন না বগিতে সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
এরপর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের কাছে NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ২ জনের। জখম হন ৪ জন। পূর্ব রেল সূত্রে খবর, লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে দ্রুত গতিতে এসে আরেকটি মালগাড়ি ধাক্কা মারে। সাহেবগঞ্জের কাছে ফারাক্কা-লালমাটিয়া MGR লাইনে দুর্ঘটনা ঘটে। দুটি মালগাড়ির ইঞ্জিনই খেলনার মতো টুকরো টুকরো হয়ে এধার-ওধার ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে আগুন ধরে যায়। দমকল গিয়ে আগুন নেভায়। এর জেরে ওই রুটে মালগাড়ি চলাচল ব্যাহত হয়। রেলের মালদা ডিভিশনের সহযোগিতা চায় NTPC. এরপরই রেলের তরফে ক্রেন পাঠানো হয়।






















