Cooperative Scam: কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ, আজও বিক্ষোভ সোনারপুরে
West Bengal News: কামালগাজি-বারুইপুর বাইপাসের গোবিন্দপুরে ঘণ্টাতিনেক ধরে অবরোধ চলে। সমবায় দফতরের তৈরি করে দেওয়া অ্যাডহক কমিটির একাধিক সদস্য় এই তছরুপের সঙ্গে যুক্ত বলে আমানতকারীদের অভিযোগ।
হিন্দোল দে, সোনারপুর: কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ ওঠায়, গতকালের পর আজও সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অফিসের সামনে বিক্ষোভ চলছে আমানতকারীদের। প্রায় ১০ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। টাকা ফেরত নিয়ে প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ তুলে গতকালও বিক্ষোভ দেখান আমানতকারীরা। কামালগাজি-বারুইপুর বাইপাসের গোবিন্দপুরে ঘণ্টাতিনেক ধরে অবরোধ চলে। সমবায় দফতরের তৈরি করে দেওয়া অ্যাডহক কমিটির একাধিক সদস্য় এই তছরুপের সঙ্গে যুক্ত বলে আমানতকারীদের অভিযোগ। সমবায়ের স্পেশাল অফিসার সৌগত চক্রবর্তীর সঙ্গে গতকাল যোগাযোগ করা হলে, এবিপি আনন্দর নাম শুনেই তিনি ফোন কেটে দেন।
কেউ লোকের বাড়িতে কাজ করেন।কেউ সব্জি বিক্রেতা। কেউ টিউশন পড়িয়ে সংসার চালান।তো কেউ কারখানার শ্রমিক।তাঁদেরই কষ্টের টাকা।রক্তজল করা পরিশ্রমের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সমবায়ের কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে। আলিপুরদুয়ার সমবায়কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ঘিরে হইচইয়ের মধ্যেই এবার বিতর্কের কেন্দ্রে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। আমানতকারীদের ১০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে সেখানে।
গতকাল এক আমানতকারী বলেন, “কেউ বাড়ির পরিচারিকার কাজ করে। কেউ ছোটখাটো কারখানায় কাজ করে। কষ্টার্জিত টাকা জমা রাখা, আমরা ফেরত পাচ্ছি না। কমবেশি ৮ থেকে ১০ কোটি টাকা তছরুপ হয়েছে।’’ আরেক আমানতকারীর অভিযোগ, “গত ৬ মাস ধরে সেই টাকা ফেরত দিতে পারছে না।’’শনিবার সকালে লাঙলবেড়িয়া অঞ্চল সমবায়ের সামনে বিক্ষোভ দেখান আমানতকারীদের একাংশ।তাঁদের অভিযোগ, সমবায় দফতরের তৈরি করে দেওয়া অ্যাডহক কমিটির একাধিক সদস্য় এই তছরুপের সঙ্গে যুক্ত। সমবায়ের স্পেশাল অফিসার সৌগত চক্রবর্তীর সঙ্গে গতকাল যোগাযোগ করা হলে, এবিপি আনন্দর নাম শুনেই তিনি ফোন কেটে দেন।
শিক্ষা নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতির পর এবার সামনে আসছে একের পর এক সমবায় দুর্নীতির অভিযোগ। আলিপুরদুয়ার, সোনারপুরের পর এবার সিঙ্গুর। গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার খাসেরচক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে প্রায় ২ কোটি ২৯ লক্ষ টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৬ জুন সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের হয়। ২৭ জুন সমবায়ের ম্যানেজার সুখেন্দু দাস ও ক্যাশিয়ার কৌশিক অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যেই ২৪ অগাস্ট থেকে ওই সমবায়ে স্পেশাল অডিট শুরু হয়েছে। তবে টাকা কবে পাবেন, আদৌ পাবেন কি না, তা নিয়ে সংশয়ে সমবায় সমিতির গ্রাহকরা। আলিপুরদুয়ার ও সোনারপুরের ঘটনা ভয় ধরিয়েছে সিঙ্গুরের এই সমবায় সমিতির গ্রাহকদের।
আরও পড়ুন: North 24 Parganas: বাজি ক্লাস্টারের ভাবনা কি খাতায় কলমে? দত্তপুকুরে বিস্ফোরণে উঠছে প্রশ্ন