Corona Update: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা, একদিনে সংক্রমণ দেড় হাজার পার!
Coronavirus in West Bengal: বাংলায় একদিনে ১ হাজার ৫২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা
কলকাতা: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা (Coronavirus), একদিনে সংক্রমণ দেড় হাজার পার! বাংলায় (West Bengal) একদিনে ১ হাজার ৫২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা (Kolkata), তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Paragana)। কলকাতায় একদিনে ৬২১ জন করোনা আক্রান্ত হয়েছে।
জেলায় জেলায় কী পরিস্থিতি?
উত্তর ২৪ পরগনায় একদিনে ৪৩৫ জন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যে সংক্রমণ বৃদ্ধিতে ফের গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। বলা হয়েছে, ‘উপসর্গহীন এবং জোড়া ভ্যাকসিন থাকলে যেতে পারেন জমায়েতে। সকলের ভ্যাকসিনেশনের জন্য আরও জোর স্বাস্থ্য দফতরের। সংক্রমণ ফের বাড়ায় দূরত্ব বিধি মানায় ফের জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন, দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, নির্দেশিকা জারি কেন্দ্রের
এদিকে, দেশজুড়ে (India) ঊর্ধ্বমুখী করোনা (Coronavirus) সংক্রমণ। সেই আবহে এবার নির্দেশিকা জারি কেন্দ্রের। রাজ্যগুলিকেও সতর্ক করেছে কেন্দ্র। সেই মর্মে একটি নির্দেশিকাও দিয়েছে কেন্দ্র সরকার। এছাড়াও করোনা পরীক্ষা এবং নমুনা টেস্ট নিয়ে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry)।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৫০৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার ১৬৪। এর পাশাপাশি, দেশে ফের একলাখ ছাড়াল অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৫৫৫।