Cyber Crime: ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ১
Cyber Crime In Kolkata: ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম। দিল্লিতে হানা দেয় পুলিশ। সেখান থেকে ঘটনার অন্যতম মূল চক্রী জ্ঞানদ্বীপ দীক্ষিতকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
রঞ্জিত সাউ, কলকাতা: আবারও সাইবার ক্রাইমের (Cyber Crime) শিকার হলেন এক শহরবাসী। ক্রেডিট কার্ডের (Credit Card Fraud) তথ্য নিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হল। দিল্লি থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার (Bidhannagar Cyber Crime) পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজার গত ২৭সেপ্টেম্বর, ২০২১ সালে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে প্রতারণার অভিযোগ করেন। তিনি জানান যে তাঁর একটি ক্রেডিট কার্ড রয়েছে যার মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত। ওই ব্যক্তি অভিযোগ জানানোর আগে, ৪ অক্টোবর শেষবার কার্ডের বাকি টাকা চেক করে দেখেন যে, তাঁকে আর ১৬ হাজার ৯৫৮ টাকা দিতে হবে। এর কিছুদিনের মধ্যেই তাঁর কাছে ওই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দফতর থেকে বার বার ফোন আসতে থাকে। সেখান থেকে বলা হয় যে তাঁর ক্রেডিট কার্ডে রিওয়ার্ড দেওয়া হয়েছে। সেটার জন্য তাঁর থেকে নাম, ফোন নম্বর, জন্মের তারিখ, ক্রেডিট কার্ডের তথ্য জানতে চাওয়া হচ্ছে। এর কিছুদিন পর ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে, অভিযোগকারিণীর কাছে ক্রেডিট কার্ডের বিল আসে ১ লক্ষ ৭২ হাজার ৮৮৪ টাকা। টাকার পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাঙ্কে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন নয়ডা এবং গুরগাঁও থেকে তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়েছে।
অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম। দিল্লিতে হানা দেয় পুলিশ। সেখান থেকে এই ঘটনার অন্যতম মূল চক্রী জ্ঞানদ্বীপ দীক্ষিতকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের কাছ থেকে অপরাধে ব্যবহার করা ফোন এবং ব্যাঙ্ক ডিটেলস উদ্ধার করেছে পুলিশ। তাকে দিল্লি থেকে ৫ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করিয়ে কলকাতা নিয়ে আসা হয়েছে। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
অন্যদিকে, বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণায় (Foreign Job Fraud) নয়ডা থেকে গ্রেফতার অভিযুক্ত মহিলা। বিধাননগর সাইবার অপরাধ (Cyber Crime) থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে (Bidhannagar Cyber Crime Police Station)। সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায় দফতর খুলে ওই প্রতারণা চক্র কাজ করত বলে জানা গিয়েছে। আগেই গ্রেফতার করা হয়েছিল আরও তিন জন।