Cyclone Dana Live Updates: ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, হলদিয়ায় পুলিশের তরফে মাইকে সতর্কবার্তা
Weather Update: আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ ৯ জেলার সব স্কুল বন্ধ। ক্লাস হবে না কলেজেও।

Background
বঙ্গোসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী-সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৩ দিন দুর্যোগের আশঙ্কা।
দানার দাপটে বৃহস্পতিবার থেকে দুর্যোগের আশঙ্কা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা।
সাইক্লোন দানার আশঙ্কা। আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ ৯ জেলার সব স্কুল বন্ধ। ক্লাস হবে না কলেজেও।
দানার দাপটে উপকূলের বিপদের মেঘ। বুধ থেকে পর্যটক শূন্য দিঘা। বেলা ১২টার মধ্যে হোটেল খালি করার নির্দেশ। ২৫ তারিখ পর্যন্ত সব বুকিং বাতিল।
সাইক্লোন-শঙ্কায় পুরীতে হাই অ্যালার্ট। পর্যটকদের সৈকত শহর ছাড়তে বলল প্রশাসন। ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত বহু দূরপাল্লার ট্রেন বাতিল।
সন্দীপ ঘোষের আমলে আর জি করে পাহাড় প্রমাণ দুর্নীতি। ৩ গুণ দামে চিকিৎসা সামগ্রী কেনা থেকে মর্গে বেনিয়ম।সব জেনেও চুপ ছিলেন স্বাস্থ্য কর্তারা। নবান্নে ১৩৭ পাতার নথি দিয়ে অভিযোগ জুনিয়র ডাক্তারদের।
ওষুধ থেকে চিরুণি, সন্দীপ ঘনিষ্ঠ সংস্থাকেই সবকিছুর বরাত। বায়ো মেডিক্যাল ওয়েস্ট থেকে কলেজের অ্যাকাডেমিক ফান্ডের টাকা নয়ছয়। সরকারকে দেওয়া নথির ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ।
এবার অমিত শাহকে চিঠি আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার বাবার। মানসিক যন্ত্রণা ও অসহায়তার কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা।
ফের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ সৌগতর।
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। রাজ্য স্তরে টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি। মুখ্যসচিবের নেতৃত্বে ১১জনের দলে ৫জন ছাত্র প্রতিনিধি।
থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের সাসপেনশন-বহিষ্কার কার্যকরী নয়। রাজ্যের নির্দেশ ছাড়া ৫ অক্টোবরের কার্যকর নয় সিদ্ধান্ত। নির্দেশ হাইকোর্টের।
জেপিসির বৈঠকে তুলাকালাম, একদিনের জন্য কল্যাণ 'সাসপেন্ড'। অভিজিতের সঙ্গে বচসা, কাচের বোতল ভেঙে চেয়ারম্যানের দিকেই ছোঁড়ার অভিযোগ। হাত কাটল নিজেরও।
Cyclone Dana News Live: ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, হলদিয়ায় পুলিশের তরফে মাইকে সতর্কবার্তা
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। হলদিয়ায় পুলিশের তরফে মাইকে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে । হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দামারি পর্যন্ত ফেরি চলাচল বন্ধ। হলদিয়া বন্দর সূত্রে খবর, আজ সকাল ১১টার পর সব পণ্যবাহী জাহাজ বার্থ থেকে বের করে দেওয়া হয়েছে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। নয়াচর থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে। বাসিন্দাদের সরানোর কাজ করেছে সুতাহাটা ব্লক প্রশাসন। তৎপর হলদিয়া থানার পুলিশ।
Cyclone Dana Live Updates: ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় শিয়ালদা শাখার ১৯০ ট্রেন বাতিল
ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় শিয়ালদা শাখার ১৯০ ট্রেন বাতিল
বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা
ক্যানিং, নামখানায় পরিষেবা বন্ধ থাকবে সন্ধে ৭টা থেকে
বনগাঁ ও হাসনাবাদ শাখাতেও কাল রাত ৮টা থেকে বন্ধ থাকবে পরিষেবা























