Cyclone Mocha: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল 'মোকা', সতর্ক বাংলার উপকূল
Weather Alert: যত সময় গড়াচ্ছে, ততই শক্তিশালী হচ্ছে মোকা। আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছো মোকা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা (Cyclonic Storm)। ইতিমধ্যেই তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বঙ্গোপসাগরের (Bay Of Bengal) উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। মায়ানমারের (Myanmar) সিতওয়ে বন্দরের কাছে আছড়ে পড়বে আগামীকাল দুপুরে।
যত সময় গড়াচ্ছে, ততই শক্তিশালী হচ্ছে মোকা। আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। এগোচ্ছে বঙ্গোপসাগরের উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশ ও মায়ানমারের সিতওয়ে বন্দরের মাঝে আছড়ে পড়বে রবিবার দুপুরে।
ঝড়ের তাণ্ডবে বাংলাদেশের কক্সবাজারের মহেশখালি, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। তবে ঘূর্ণিঝড় মোকা-র কোনও প্রভাব এ রাজ্যে পড়ছে না। শুধুমাত্র মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার উপকূল অঞ্চলে থাকবে মেঘলা আকাশ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমলেও, আগামী সপ্তাহে ফের তাপপ্রবাহের সম্ভাবনা।
সোমবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদে। মঙ্গলবার তাপপ্রবাহ আরো কিছুটা বাড়বে। পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। ওইদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়।