Weather Update: রাজ্যের ২৩ জেলায় বজ্রবিদ্যুৎ-বৃষ্টির পূর্বাভাস, হলুদ, কমলা ও লাল সতর্কতা জারি করল IMD, ফের ধসের আশঙ্কা পার্বত্য এলাকায় !
Cyclone Montha West Bengal Weather Update: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ২৩ জেলায় সতর্কতা জারি করেছে আইএমডি, কেমন থাকবে আবহাওয়া ? বিস্তারিত জানাল হাওয়া অফিস

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: উপকূল ও সংলগ্ন জেলায় আবহাওয়ার উন্নতি। দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে। ধসের আশঙ্কা পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাংলা বেশিরভাগ জেলাতেই। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ২৩ জেলায় সতর্কতা জারি করেছে আইএমডি। এই সতর্কতার মধ্যে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা থাকলেও, কাল সকাল সাড়ে ৮টার পর উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা ও লাল সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন, SIR-কে সমর্থন করছেন ? বীরভূমের ইলামবাজারে মৃতের বাড়িতে গিয়ে কী বললেন অনুব্রত
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর । আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে। নীচু এলাকায় জল জমতে পারে। শহরের আন্ডারপাস সহ নিচু এলাকায় জল জমতে পারে। পূর্ব মধ্য আরব সাগরে নিম্নচাপ শক্তিশালী হবে। গভীর নিম্নচাপ তৈরি হয়ে এই সিস্টেম গুজরাট উপকূলে অবস্থান করছে। এর ল্যান্ডফলের সম্ভাবনা কম।ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এবং বিদর্ভ এলাকায় অবস্থান করছে।। এটি আজকের মধ্যেই আরো দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ এলাকা বিহার ঝাড়খণ্ডে বিস্তৃত হতে পারে। অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গ ?
আজ বৃহস্পতিবার উপকূল ও সংলগ্ন জেলায় আবহাওয়ার কিছুটা উন্নতি বাকি আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ভারী বৃষ্টি। আজ ও কাল পুরুলিয়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বেশিরভাগ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।শনিবারে বৃষ্টির পরিমাণ কমবে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস। রবিবারের উজ্জ্বল আকাশ ; আকাশ বৃষ্টির সম্ভাবনা কমবে।
কেমন আবহাওয়া উত্তরবঙ্গ ?
ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর দিনাজপুর এবং দার্জিলিং , কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।কাল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার কিছু অংশে। মালদা এবং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।শনিবারে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবারে বৃষ্টি কমবে।
কেমন আবহাওয়া কলকাতায় ?
কলকাতায় আজ সকালে রোদ ঝলমলে আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। কাল শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯৭ শতাংশ।
ভিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা
ভিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার সৌরাষ্ট্র কচ্ছে। ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট ঝাড়খণ্ড তেলেঙ্গানা বিদর্ভ বাংলা সিকিম সংলগ্ন এলাকায়।






















