Cyclone Remal Update: বন্ধ ফেরি সার্ভিস, শুরু মাইকিং, রেমাল মোকাবিলায় প্রস্তুতি হুগলিতে
Hooghly News: রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় তৎপর হুগলি জেলা প্রশাসন। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। বন্ধ ফেরি সার্ভিস, গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার।
রেমাল মোকাবিলায় প্রস্তুতি হুগলিতে: রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। কাল দুপুর থেকে সোমবার দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি, কলকাতা-হাওড়া-হুগলিতে ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। হুগলিতে প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সতর্কীকরণ। হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। বাঁধের পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া জন্য আবেদন করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। সেই মত মাঝি সহ মৎস্যজীবীদের গঙ্গায় যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়বে কাল মধ্যরাতে। ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। কাল সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে।
শনিবার ২৫ মে থেকে ২৭ মে অবধি তিন দিন জেলার সমস্ত ঘাটে বন্ধ থাকবে ফেরি চলাচল। সেই মতো নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে। এদিন সকালে দেখা যায় চুঁচুড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, গুপ্তিপাড়া সহ বিভিন্ন ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে ফেরিঘাটের কাউন্টারে। তবে বহু যাত্রীর কাছে বন্ধের খবর না থাকায় ঘাটে এসে ফিরে যেতে হচ্ছে তাঁদের। সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। ঘুরপথে যেতে হচ্ছে।
পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ইয়াস ও আফমানে সময় প্রশাসন মানুষের পাশে থেকেছে। আবহাওয়া দফতর সূত্রে যা খবর রেমেল পশ্চিমবঙ্গের সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে আছড়ে পড়বে। ইতিমধ্যে এই নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী নির্দেশে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করা হয়েছে। গঙ্গা এবং বিভিন্ন নদীপথে লঞ্চ ভেসেল পারাপার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Cyclone Remal Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, হাওড়ায় শুরু মাইকিং, বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত NDRF