Cyclone Remal Updates: 'সুন্দরবন ডুবিয়ে দিতে পারে', আতঙ্কের নাম রেমাল! উথালপাথাল সমুদ্র
Sundarban Remal Updates: আজ রাতেই বাংলার সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে 'রেমাল'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি/ঘণ্টা।
কলকাতা: রবিবার রাতেই বাংলার সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে 'রেমাল' (Cyclone Remal)। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি/ঘণ্টা। তবে, রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই উথালপাথাল শুরু হয়েছে এরাজ্য়ের উপকূলবর্তী এলাকাগুলোতে।
ভয়ঙ্কর আয়লা, ধংসাত্মক আমফান, ইয়াসের পর এবার আতঙ্কের নাম রেমাল। বাসিন্দারাই বলেছেন, 'এটা বিশাল ভয়ের জায়গা। যখন তখন সুন্দরবন ডুবিয়ে দিতে পারে।' এদিকে, সময় যত কমছে, ততই উপকূলের বুকে কাঁপন ধরাচ্ছে অতিশক্তিশালী এই ঘূর্ণিঝড়।
আজ রাতেই বাংলার সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে 'রেমাল'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি/ঘণ্টা। তবে, রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই উথালপাথাল শুরু হয়েছে এরাজ্যের উপকূলবর্তী এলাকাগুলোতে।
দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে উত্তর ২৪ পরগনাতেও। হিঙ্গলগঞ্জের লেবুখালিতে ইছামতী নদীতে জলস্তর বেড়ে চলায় রবিবার সকাল সাড়ে ১১টাতেই বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। শেষ ভেসেল ধরতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।
আরও পড়ুন, ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু, উপকূলে রেমালের তাণ্ডব, জায়গায় জায়গায় ভাঙল গাছ
আয়লা, আমফান থেকে ইয়াস, একের পর এক ঝড় যাদের সংসার তচনছ করে দিয়েছে প্রতিবার, তাদের এখন গ্রাস করেছে বিভীষিকাময় অতীত। মুখে মুখে ফিরছে একটাই প্রশ্ন, আবার একবার?
এদিকে, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সরকারগুলিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। বাংলা ও ওড়িশায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে এনডিআরএফকে। প্রয়োজনে এনডিআরএফকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে