DA Agitation: TMC-র ধর্না-অবস্থানে উপস্থিত না হলে বদলির হুমকি! বিস্ফোরক অভিযোগ DA আন্দোলনকারীদের
West Bengal News: কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে রাজ্য সরকারি কর্মীদের DA-র দাবি-সহ একাধিক দাবিতে ৩৭৭ দিন ধরে চলছে আন্দোলন
সঞ্চয়ন মিত্র, কলকাতা: রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশে, তৃণমূলের ধর্না-অবস্থানের (TMC Sit In Protest) ষষ্ঠ দিন। বুধবার, এই কর্মসূচির দায়িত্ব তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র। আর, এদিনই বিস্ফোরক অভিযোগ করলেন DA-র দাবিতে আন্দোলনরত (DA Agitation) সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। জোর করে সরকারি কর্মীদের তৃণমূলের দলীয় কর্মীসূচিতে যোগ দেওয়ানোর বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। সেই সঙ্গে তাঁর দাবি, তৃণমূলের কর্মসূচিতে না গেলে বদলি করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।
বিস্ফোরক আন্দোলনকারী: কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে রাজ্য সরকারি কর্মীদের DA-র দাবি-সহ একাধিক দাবিতে ৩৭৭ দিন ধরে চলছে আন্দোলন। বুধবার, সেই অবস্থান মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ করলেন ভাস্কর ঘোষ। তিনি বলেন, “অভিযোগ যে দফতরে দফতরে তাঁদেরকে সই করিয়ে নিয়ে শাসক দলের সভাতে আজকে রেড রোডে উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে এবং বলা হয়েছে যে যদি না যায় তাহলে বদলি করে দেওয়া হবে। বারবার সেই অভিযোগে অভিযুক্ত হয়েছেন, ২১ জুলাইয়ের সভাতেও তারা একই কাজ করেছেন। আজকেও সেই কাজ করছেন, খাদ্য ভবন বা নিউ সেক্রেটরিয়েট বিল্ডিং বা মহাকরণের সামনে চলে যাবের ১১টার পর থেকে, দেখবেন লাইন দিয়ে সব বের হচ্ছে কর্মচারীরা। এই যে প্রবণতা কর্ম সংস্কৃতি নষ্ট করার শাসক দলের যে প্রবণতা এবং শাসক দলের যে মেকানিজম কাজ করছে কর্ম সংস্কৃতিকে নষ্ট করার জন্য এটাই আসলে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিচ্ছে।’’
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তিনি বলেন, "অবান্তর এবং ভিত্তিহীন। গল্পের গরু গাছে তুলে দেওয়ার প্রয়াস। এখানে শ্রমিক-কর্মচারীদের আজকে ধর্না মঞ্চে তাঁরা আসবেন এখানে তো ধরে বেঁধে আনার ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) তিনি আহ্বান জানিয়েছেন, প্রথম দু-দিন তিনি ছিলেন। তারপর যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, আজকে হচ্ছে আমাদের দিন, INTTUC করছে আজকে। বিরিয়ানি রান্না করতে স্বপ্নে ঘি তো যতখুশি ঢালা যায়।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Madhyamik 2024: মাধ্যমিকের জন্য তৈরি সেলে কেন TMC নেতা? প্রশ্ন তুলে বিস্ফোরক বিজেপি বিধায়ক