Dana Cyclone Update: সাগরে দানা বাঁধল 'দানা', বাড়ছে শঙ্কা; কবে কখন ল্যান্ডফল?
Weather Forecast: নিম্নচাপ গভীর হয়েছিল মঙ্গলবারই। সেই সঙ্গে দানা বেঁধেছিল আশঙ্কা। সেই আশঙ্কা সত্যি করেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।
কলকাতা: দানার দাপটে দুর্যোগের আশঙ্কা (Dana Cyclone Update)। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি। আতঙ্কের প্রহর গুনছে উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। সতর্ক প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। শুক্রবার ভোরে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা।
কোথায় ল্যান্ডফল?
নিম্নচাপ গভীর হয়েছিল মঙ্গলবারই। সেই সঙ্গে দানা বেঁধেছিল আশঙ্কা। সেই আশঙ্কা সত্যি করেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। বুধবার গভীর নিম্নচাপের গর্ভে জন্ম নিয়েছে ‘দানা’। এই মুহূর্তে ঘূর্ণিঝড় অবস্থান করছে সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার, ওড়িশার পারাদ্বীপ থেকে ৫২০ কিলোমিটার ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। আগামী ১২ ঘণ্টার মধ্যে ‘দানা’ পরিণত হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ল্যান্ড ফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার।
'দানা'র প্রভাবে ওড়িশা ও বাংলা, দুই রাজ্যেই দুর্যোগ বাড়বে। বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের বিভিন্ন অংশে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বুধবার থেকে ৪ দিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের ৮টি জেলায় সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। দমকা হাওয়ার ১০০ কিলোমিটারের বেশি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ২৪ পরগনা, বাঁকুড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুর্যোগ বাড়বে। ২৪ অক্টোবর সন্ধে থেকে ২৫ অক্টোবর সকাল পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা। প্রস্তুত পুলিশ-প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় আজ থেকেই কন্ট্রোল রুম খুলছে লালবাজার। প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশ, পুরসভা, NDRF. বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪টি দলকে প্রস্তুত রাখা হচ্ছে। বাবুঘাটে সকাল থেকেই মাইকে সতর্কবার্তা প্রচার করছে পুলিশ।
ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর বিদ্যুৎ দফতরও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Cyclone Dana Update: নিষেধাজ্ঞা উড়িয়ে বকখালিতে ভিড়, সমুদ্র-পাড়ে খুলল দোকান