Darjeeling: সিপিএমেও সিন্ডিকেট? দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছাড়লেন ৫
Darjeeling News: বিক্ষুব্ধরা জানিয়েছেন, বামপন্থার ওপর আস্থা রেখে দল ছাড়ার সিদ্ধান্ত নিলেও অন্য কোনও দলে তাঁরা যোগ দিচ্ছেন না।
সনৎ ঝা, দার্জিলিং: একসময়ে শিলিগুড়ি শহর ও লাগোয়া গ্রামীন এলাকায় শক্তিশালী সংগঠন ছিল সিপিএমের। কিন্তু এখন ছবি পাল্টে গিয়েছে। অশোক ভট্টাচার্যের একসময়ের সর্বক্ষণের সঙ্গী শঙ্কর ঘোষ এখন বিজেপিতে। তিনিই এখন শিলিগুড়ির বিধায়ক। সম্প্রতি শিলিগুড়ি পুরসভা ও শিলিগুড়ি মহকুমা পরিষদের দখল নিয়েছে তৃণমূল। ওই এলাকায় বামেরা, বিশেষ করে সিপিএম এখন কোণঠাসা। তার মধ্যেই ফের বড় ধাক্কা। দলের নেতাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সিপিএম ছাড়লেন জেলা কমিটির ৪ সদস্য। ধাক্কা ডিওয়াইএফআই-তেও। সেখানেও দুই নেতা সংগঠন ছাড়লেন।
কী কারণ?
সিপিএমেও সিন্ডিকেট-অভিযোগ। নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলত্যাগ। বিক্ষুব্ধ সিপিএম নেতাদের অভিযোগ, দলে সিন্ডিকেট চলছে। বামপন্থা থেকে সরে আসছে নেতৃত্ব। এর ফলে দলের নীচুতলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, নেতৃত্বের প্রতি আস্থা হারাচ্ছেন কর্মীরা। বিক্ষুব্ধদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সিপিএম জেলা নেতৃত্ব।
কারা দল ছাড়লেন?
সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মৈত্র।
জেলা কমিটির সদস্য উজ্জ্বল ঘোষ।
জেলা কমিটির সদস্য বিজয় চৌধুরী।
জেলা কমিটির সদস্য জোতি দে সরকার।
এছাড়াও ইস্তফা দিয়েছেন জেলার ডিওয়াইএফআই নেতা বিপুল ঘোষ ও অরিজিত্ চৌধুরী।
দলত্যাগী জেলা কমিটির সদস্য পার্থ মৈত্র বলেন, 'সিপিএমের একশ্রেণির নেতা দলে সিন্ডিকেট চালাচ্ছে। কে কোন পদে বসবে, কে কোন পদে থাকবে সেটা তাঁরাই ঠিক করছেন। গঠনতন্ত্র অনুযায়ী কাজ হচ্ছে না। ক্ষমতা ধরে রাখার জন্য এ সব করা হচ্ছে। পার্টির সিদ্ধান্তে কর্মীরা বিভ্রান্ত। প্রশ্ন তুললে কোণঠাসা করে দেওয়া হচ্ছে।'
কড়া জবাব সিপিএমের:
সিপিএমের জেলা সম্পাদক জানিয়েছেন, দলবিরোধী কাজের অভিযোগে ৬ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়ে কিছু বলবেন না বলে জানিয়েছেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক ও মেয়র এবং সিপিএমের নেতা অশোক ভট্টাচার্য।
তৃণমূল ও বিজেপির কটাক্ষ:
এই নিয়ে একযোগে বামেদের আক্রমণ করেছে তৃণমূল ও বিজেপি। বামেরা নীতিহীনতায় ভুগছে, এবার দলের অন্দরেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, দাবি জোড়া ফুল ও পদ্ম শিবিরের। দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, 'সিপিএম তো শেষ হয়ে গেছে। এখন দলের লোকই অভিযোগ করছে। সিপিএম উঠে যাবে।' শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'যারা বেরিয়ে এসেছে তারা ঠিকই করেছে। সিপিএম বামপন্থা থেকে বিচ্যুত হয়েছে। আজ তা প্রমাণিত। এরকম আরও হবে।'
আরও পড়ুন: ফেটে গিয়েছিল মহাধমনী, ১২ ঘণ্টার জটিল অপারেশনের বাঁচল প্রাণ