Darjeeling: মাটিগাড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, বাজারদর অন্তত ৩ কোটি
Siliguri News: মাদক উদ্ধারের ঘটনায় ২ মহিলা-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
![Darjeeling: মাটিগাড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, বাজারদর অন্তত ৩ কোটি Darjeeling, Huge quantity of drugs recovered from Siliguri, matigara Darjeeling: মাটিগাড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, বাজারদর অন্তত ৩ কোটি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/11/98257d10d67fb7c3fc13bee8187185101665430976137385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মলয় চক্রবর্তী, দার্জিলিং: উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ শহর। একদিকে বাংলাদেশ। কিছুটা দূরেই নেপাল সীমান্ত। অন্যদিকে বিহারের সীমানা। এমন একটি জায়গা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। পুজোর ঠিক পরে পরে শিলিগুড়ি থেকে উদ্ধার বহুমূল্যের মাদক।
পুলিশ সূত্রের খবর, শিলিগুড়ি থেকে উদ্ধার হওয়ার মাদক আসলে বিপুল পরিমাণ ব্রাউন সুগার। সূত্রের খবর, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। মাদক উদ্ধারের ঘটনায় ২ মহিলা-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এত পরিমাণ নিষিদ্ধ মাদক কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
যে বাড়িটি থেকে মাদক উদ্ধার হয়েছে। সেটির চেহারা অত্যন্ত সাদামাটা। বাড়িটির উপরে রয়েছে অ্যাসবেস্টসের ছাউনি। বাড়িটির দেওয়ার টিনের। শিলিগুড়ির মাটিগাড়ায় এমন একটি সাদামাটা চেহারার বাড়ি থেকে রবিবার উদ্ধার হয়েছে প্রায় ৩ কোটি টাকার মাদক।
কারা গ্রেফতার:
মাদককাণ্ডে গ্রেফতার মোট ৬ জন। তাদের মধ্যে ২ জন মহিলা। পুলিশ সূত্রের খবর, মাদকচক্রের পাণ্ডা বাড়ির মালকিন পুষ্পা মণ্ডল। ওই বাড়িটি তারই। সেখান থেকেই উদ্ধার হয়েছে ব্রাউন সুগার। উদ্ধার হওয়ার মাদকের পরিমাণ দেড় কেজি। যারই বাজার মূল্য তিন কোটি টাকা।
কোথা থেকে এসেছিল মাদক:
পুলিশের সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই মাদক আনা হয়েছিল মালদার কালিয়াচক থেকে।
কীভাবে অভিযান:
গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, 'মাটিগাড়ার একটা বাড়ি থেকে মাদক পাওয়া গিয়েছে। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।'
এই বিপুল পরিমাণ মাদক কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, মাদকচক্রের জাল কতদূর ছড়িয়ে আছে, আর কারা কারা এই চক্রে জড়িয়ে রয়েছেন। ধৃতদের জেরা করে তারই হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
পুজোর আগে দক্ষিণবঙ্গেও:
পুজোর আগে দক্ষিণবঙ্গে পর্দাফাঁস হয়েছিল মাদক চক্রের। সেপ্টেম্বর মাসে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ক্যানিংয়ের বাসিন্দা এক ব্যক্তিকে। যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ২১ গ্রাম হেরোইন সহ তাঁকে পাকড়াও করা হয়। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ওই নেতার পরিবার, উঠেছিল এমনই অভিযোগ। ধৃতের নাম শওকত লস্কর। তিনি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর নারায়ণ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল যে শওকত লস্কর এলাকার হেরোইনে ব্যবসা করছেন। গোপন সূত্রে খবর পেয়ে, রাতে হানা দেওয়া হয় জীবনতলা থানার মনসাপুকুর এলাকায়। পুলিশের দাবি, ২১ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয় শওকতকে। দলীয় পঞ্চায়েত সদস্যের গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন নারায়ণপুরের পঞ্চায়েত প্রধানও।
আরও পড়ুন: 'তৃণমূলের থেকে বিজেপিতে পালিয়ে যাওয়া চোরের জ্বালা ধরেছে', মোমিনপুরকাণ্ডে বিস্ফোরক সেলিম
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)