Dengue Death : ডেঙ্গিতে ফের প্রাণহানি ! এবার শিলিগুড়িতে
Dengue Update : কলকাতা শহরেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
বাচ্চু দাস, শিলিগুড়ি : রাজ্যে ফের ডেঙ্গিতে (Dengue) প্রাণহানি। এবার উত্তরবঙ্গে। মৃতের নাম সঞ্জিত রায় (৪০)। শিলিগুড়ি (Siliguri) পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন। পূর্ত দফতরের কাজ করতেন।
পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে সঞ্জিত রায়ের। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে পরিবার। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সঞ্জিত। প্রথমে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি এনএসওয়ান পজিটিভ রিপোর্ট আসে। মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। ডেঙ্গির পাশাপাশি তিনি লিভার সংক্রান্ত রোগেও ভুগছিলেন। এদিকে ওই আবাসনেই আটজন ডেঙ্গিতে আক্রান্ত রয়েছেন।
প্রশ্নের মুখে পৌরনিগমের ভূমিকা-
এদিকে গত দুই সপ্তাহে ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করেছে শিলিগুড়ি পৌর এলাকায়। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০৯ জন। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যুর পাশাপাশি ১৯ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই পরিসংখ্যানে উদ্বেগে শহরবাসী। এর পাশাপাশি পৌরনিগম, স্বাস্থ্য দফতর ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
কলকাতায় ডেঙ্গি-প্রকোপ-
করোনার উদ্বেগ, আতঙ্ক ফিরিয়ে আনছে ডেঙ্গি। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একের পর এক মৃত্যুর ঘটনাতে ছড়াচ্ছে আতঙ্ক। এই প্রেক্ষিতে গতকালও কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটে। এই নিয়ে কলকাতায় ৭ জনের মৃত্যু হল। এতদিন দক্ষিণ কলকাতাতেই ডেঙ্গির প্রকোপ দেখা যাচ্ছিল। এবার মৃত্যুর ঘটনা ঘটে উত্তরে। মৃতের নাম, মলিনা দাস। ৩৮ বছরের ওই মহিলা বাগবাজারে, ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। ভর্তি ছিলেন বাগবাজারের এক নার্সিহোমে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি ও মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ করা হয়েছে।
মৃতের পরিবার সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আরজি কর হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন মহিলা। অবস্থার অবনতি হওয়ায় ICU-র প্রয়োজন পড়ে। ভর্তি করা হয় বাগবাজারের ওই নার্সিংহোমে। সেখানেই সোমবার গভীর রাতে মৃত্যু হয় রোগীর।
এদিকে সোমবারই শহরে ডেঙ্গি মোকাবিলায় জরুরি বৈঠক করেছে কলকাতা পুরসভা। সিদ্ধান্ত হয়েছে, কলকাতায় ২৫টি ওয়ার্ডে খোলা হবে ফিভার ক্যাম্প। ৪টি সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা খোলা থাকবে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র। ঘটনাচক্রে, সোমবারই আরও এক শহরবাসীর মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত হয়ে।
আরও পড়ুন ; ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, এবার উত্তর কলকাতায়