Darjeeling News: করোনেশন ব্রিজে শ্যুটিংয়ে বিস্ফোরণের ঘটনায় এবার সিআইডি তদন্তের দাবি
পুলিশের সামনেই করোনেশন ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটে। তথ্য-প্রমাণ মুছে ফেলা হয় পুলিশের সামনেই। স্থানীয় পুলিশ তদন্ত করলে প্রকৃত তথ্য সামনে আসবে না। চাই সিআইডি তদন্ত।
সনৎ ঝা, দার্জিলিং: সেবকের করোনেশন ব্রিজে (Coronation Bridge) শ্যুটিংয়ের (Shooting) প্রয়োজনে বিস্ফোরণের ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানাল ডুয়ার্স ফোরাম (Dooars Forum)। তাদের দাবি, পুলিশের সামনেই করোনেশন ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও, এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কালিম্পঙের (Kalimpong) পুলিশ সুপার।
শ্যুটিংয়ে বিস্ফোরণ বিতর্ক: পুলিশের সামনেই করোনেশন ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটে। তথ্য-প্রমাণ মুছে ফেলা হয় পুলিশের সামনেই। স্থানীয় পুলিশ তদন্ত করলে প্রকৃত তথ্য সামনে আসবে না। চাই সিআইডি তদন্ত। শনিবার এমনই দাবিতে সেবক থানার সামনে বিক্ষোভ দেখাল স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স ফোরাম (Dooars Forum)।
সিআইডি তদন্তের দাবি: বৃহস্পতিবার ব্রিজের উপরে হঠাৎ বিস্ফোরণ হয়। দাউদাউ করে জ্বলে ওঠে একটি গাড়ি। শিলিগুড়ির (Siliguri) কাছে সেবকে করোনেশন ব্রিজে ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন, এই ঘটনা ঘিরে তোলপাড় পড়ে যায় প্রশাসনিক মহলে। এরপরই বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন সরব হয়েছে। তাদের প্রশ্ন, এতদিনের পুরনো, ঐতিহ্যশালী ব্রিজে কী করে প্রশাসন শ্যুটিংয়ের অনুমতি দেয়? আর সেই শ্যুটিংয়েই বা কীভাবে বিস্ফোরণ ঘটানো হয় গাড়িতে? এতে হেরিটেজ ব্রিজের ক্ষতি হলে তার দায় কে নেবে? ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে সেবক ফাঁড়ির অফিসার ইনচার্জকে। শনিবার সিআইডি (CID) তদন্ত ও করোনেশন ব্রিজের পাশে ফের স্থায়ী পুলিশ পিকেট বসানোর দাবিতে বিক্ষোভ দেখান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
ডুয়ার্স ফোরাম সভাপতি চন্দন রায় এ প্রসঙ্গে বলেন, “প্রযোজক সংস্থার ক্যামেরা বাজেয়াপ্ত করতে হবে। পুলিশের সামনেই ঘটনা ঘটে, সিআইডি তদন্তের দাবি জানাচ্ছি।’’ এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কালিম্পঙের পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। এদিকে, ধৃত ওয়েব সিরিজের (Web Series) প্রযোজকের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।