Mizoram: মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনায় বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য়ের ঘোষণা
PMO: মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এরাজ্য়ের ২৪ জন পরিযায়ী শ্রমিক। জানানো হয়েছে নবান্নের তরফে।
![Mizoram: মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনায় বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য়ের ঘোষণা Death of migrant laborers from Bengal in a terrible accident in Mizoram, announcement of financial assistance of 2 lakh rupees Mizoram: মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনায় বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য়ের ঘোষণা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/f61feb8ce31d13b064d2d474715739261679912473177219_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: মিজোরামে (Mizoram) ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এ রাজ্য়ের ২৪ জন পরিযায়ী শ্রমিক। জানানো হয়েছে নবান্নের তরফে। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য় ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর (PMO)। মৃত প্রত্য়েকের পরিবারের ১ জনকে চাকরি দিতে হবে, দাবি করেছেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee)।
বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু ঘিরে শুরু রাজনৈতিক তরজা। 'বাংলায় কর্মসংস্থানের অভাবেই শ্রমিকদের ভিনরাজ্যে গিয়ে প্রাণ দিতে হচ্ছে। মধ্যস্থতাকারী মারফত সস্তায় কাজ করতে হচ্ছে বাংলার শ্রমিকদের'। কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ বাংলার সরকার, পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু: পেটের টানে ভিনরাজ্য়ে গিয়েছিলেন স্ত্রী-সন্তানদের মুখে যাতে দুবেলা অন্ন তুলে দিতে পারেন। কিন্তু একটা দুর্ঘটনা সব ছারখার করে দিল। মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিল মালদার বহু পরিযায়ী শ্রমিকের প্রাণ! বুধবার সকাল ১০টা নাগাদ মিজরামের আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে, সাইরাং এলাকায়, আচমকা ভেঙে পড়ে একটি নির্মীয়মান রেল ব্রিজ। মুহূর্তে প্রাণ হারান বহু শ্রমিক। মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, তাঁদের মধ্য়ে ২৪ জন মালদার বাসিন্দা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'মোট ২৫ জন মারা গেছে। ২৪ জন মালদার। খুব দুঃখের। সাংসদ বিধয়াকদের বাড়িতে পাঠিয়েছি। রেলের কাজ করতে গিয়ে মারা গেছে। ১ জন করে চাকরি দিতে হবে।’
এক মৃতের স্ত্রী নাসিমা খাতুন বলেন, 'খবর পেয়েছি ব্রিজটা উল্টে গেছে। ফোন রিসিভ করছিল না। তারপরই শুনছি মৃত্যু। ২টো মেয়ে রয়েছে। গ্রামে ১ দিন কাজ হলে, ৫ দিন বাদ। কী করে সংসার চলবে? বাইরে তো কাজ করতে হবে।’ দুর্ঘটনার পর খোঁজ নেই বেশ কয়েক জন পরিযায়ী শ্রমিকের। উদ্বেগে-উৎকণ্ঠায় তাঁদের পরিজনরা। নিখোঁজ পরিযায়ী শ্রমিকের স্ত্রী আজিনা বিবি বলেন, 'মিজোরামে কাজে গিয়েছিল। শুনলাম যে ব্রিজ ভেঙে নাকি পড়ে গেছে। আমার স্বামীকে এখনও খুঁজে পায়নি।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)