Dengue Update: ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্ত কিশোরের মৃত্যু
২০ তারিখ শহরের অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা ওই কিশোরকে। পরে নিয়ে আসা হয় মিন্টো পার্কের এই বেসরকারি হাসপাতালে
কলকাতা: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, ফের কলকাতায় (Kolkata) এক আক্রান্তের মৃত্যু হল। ফের কলকাতায় ডেঙ্গি (Dengue) আক্রান্তের মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৭ বছরের কিশোরের। ২০ তারিখ শহরের অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা ওই কিশোরকে। পরে নিয়ে আসা হয় মিন্টো পার্কের (Minto Park) এই বেসরকারি হাসপাতালে। সেখানে আজ বিকেল ৫ টা নাগাদ মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে মাল্টি অর্গান ফেইলিওয়ের উল্লেখ রয়েছে।
ফের শহরে প্রাণঘাতী ডেঙ্গি: আজ সকালেই সল্টলেকের (Saltlake) দত্তাবাদে ৫২ বছরের মহিলার মৃত্যু হয়েছে। ৫২ বছরের প্রতিমা মণ্ডলের বাড়ি বিধাননগর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন জ্বরে ভুগছিলেন। গতকাল বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে রোগিণীর মৃত্যু হয়। হাসপাতালের রিপোর্টে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ রয়েছে। এ নিয়ে সল্টলেকে ডেঙ্গি আক্রান্ত হয়ে ২ জনের মৃত্য়ু হল। প্রশাসনের টনক ন়বে কবে? প্রশ্ন তুলছে বিরোধীরা। সবমিলিয়ে বেসরকারি মতে, এই নিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৪৮ জনের। সরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্য়ু হয়েছে।
আর কত মৃত্য়ু? আর কত প্রাণহানি? ভয়ঙ্কর ডেঙ্গি কেড়ে নিল আরও এক সহনাগরিকের প্রাণ! এবার, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ু হল দত্তাবাদের বাসিন্দা এক গৃহবধূর। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বিধাননগর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, প্রতিমা মণ্ডল। বুধবার বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে মৃত্য়ু হয় গৃহবধূর। হাসপাতালের রিপোর্টে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ রয়েছে। সরকারি মতে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া ৩ হলেও, বেসরকারি মতে সংখ্য়াটা ৫০ ছুঁইছুঁই।
সল্টলেকেই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ২ জনের। ২ দিন আগেই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়। বিধাননগর পুরসভা সূত্রে খবর, পুর এলাকায়, এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছে প্রায় ১ হাজার ৯০০ জন। ডেঙ্গি ভয়াবহ চেহারা নেওয়ার পর, টনক নড়েছে পুরসভার। করুণাময়ী বাসস্ট্যান্ডে জমা জলে, ছড়ানো হচ্ছে ব্লিচিং পাওডার, মশা মারার তেল। চিন্তা আর উদ্বেগের প্রহর কাটাচ্ছেন আতঙ্কিত সাধারণ মানুষ।