North 24 Pargana News : শুধু উত্তর ২৪ পরগনাতেই ডেঙ্গি আক্রান্ত ১২ হাজারের কাছাকাছি, মৃত্যু বাড়ছে জেলায় জেলায়
Dengue Cases in North 24 Pargana: উত্তর ২৪ পরগনাতে আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ক্রমেই ভয়াবহ হচ্ছে উত্তর ২৪ পরগনায় ( North 24 Pargana ) ডেঙ্গি ( Dengue ) সংক্রমণ। সারা রাজ্যে সংক্রমণে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন।
এই পরিস্থিতিতে রবিবার বনগাঁয় ( Bongaon ) এসে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের স্পেশাল জয়েন্ট সেক্রেটারি কৌশিক ভট্টাচার্য। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। ৫ অক্টোবর পর্যন্ত, জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৭০৫ জন। পুর-এলাকার থেকে গ্রামাঞ্চলে সংক্রমণ বেশি। শহরাঞ্চলে আক্রান্ত ৭ হাজার ৭৩৭ এবং গ্রামাঞ্চলে ৩ হাজার ৯৬৮ জন। বিধাননগর পুর এলাকায় সবথেকে বেশি ২ হাজার ৬৭৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। দ্বিতীয় স্থানে দক্ষিণ দমদম পুরসভা। আক্রান্ত ১ হাজার ২৩৬। বনগাঁ ব্লকে সবথেকে বেশি ৮১০ জন আক্রান্ত হয়েছেন।
ভয়ঙ্কর এই ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে বনগাঁয় এসে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের স্পেশাল জয়েন্ট সেক্রেটারি কৌশিক ভট্টাচার্য। এদিন তিনি বনগাঁ এসে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখেন। ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে তিনি প্রশাসনের বিভিন্ন কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলেন। বৈঠক শেষে বনগাঁ মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসেন তিনি। এদিন বনগাঁ এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিক ভট্টাচার্য বলেন, হাসপাতালে পরিকাঠামো প্রস্তুত, মানুষকে আরও সচেতন হতে হবে।
অন্যদিকে, এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদের এই নিয়ে দ্বিতীয় মৃত্যু হল ডেঙ্গিতে। বড়ঞার পর এবার সুতিতে মৃত্যু হল এক ডেঙ্গি আক্রান্তের। মারা গেলেন সুতির দফাহাটের বাসিন্দা আরতি সাহা(৫০)। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল তাঁর। শুক্রবার তাঁকে মহিষাইল হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। রবিবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাতেই সেখানে মৃত্যু হয়।
এর আগে গত ২ তারিখ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুদাম ঘোষ নামে ৪৫ বছর বয়সী ডেঙ্গি আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি বড়ঞা থানার নিমা গ্রামের বাসিন্দা ছিলেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৪ অক্টোবর পর্যন্ত উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৬৬। দ্বিতীয় স্থানে কলকাতা ৭ হাজার ৭৫। আক্রান্তের সংখ্যার বিচারে তৃতীয় স্থানে মুর্শিদাবাদ ৬ হাজার ৫২। এর পরে রয়েছে নদিয়া, হুগলি হাওড়া ও মালদা।
আরও পড়ুন :