Dengue Symptoms : বাড়ছে উদ্বেগ, উপসর্গ বদলাচ্ছে ডেঙ্গি, দেখা দিচ্ছে কী কী নতুন সমস্যা ?
Dengue Scare : গলায় কফ জমা। স্বাদ পাল্টে যাচ্ছে। কোভিডের মতোই শ্বাসকষ্টের সমস্যা। লিভারের সমস্যা দেখা যাচ্ছে।
![Dengue Symptoms : বাড়ছে উদ্বেগ, উপসর্গ বদলাচ্ছে ডেঙ্গি, দেখা দিচ্ছে কী কী নতুন সমস্যা ? Dengue Symptoms changing as breathing problem taste change creates concern among increasing cases Dengue Symptoms : বাড়ছে উদ্বেগ, উপসর্গ বদলাচ্ছে ডেঙ্গি, দেখা দিচ্ছে কী কী নতুন সমস্যা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/28/251483483a8fa88d316e449dbc8218a8166433296618352_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঝিলম করঞ্জাই, কলকাতা : উপসর্গ বদলাচ্ছে ডেঙ্গি (Dengue Symptoms)। জ্বর (Fever), বমির (Vomiting) পাশাপাশি, করোনার মতোই শুরু হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা (Breathing Problem)। আচমকা বদলে যাচ্ছে স্বাদ (Taste Change)। চিকিত্সকরা বলছেন, আগের থেকে আরও ভয়ানক চেহারা নিয়েছে এবারের ডেঙ্গি।
ডেঙ্গি উদ্বেগ
২৮ জনের মৃত্যু। রাজ্যে ১৮ হাজারের ওপর ডেঙ্গি আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে শুধুমাত্র সরকারি হাসপাতালেই ভর্তি হয়েছে ১২৯ জন! পুজোর আগে, রাজ্যে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি! চিকিত্সকরা বলছেন, আগের থেকে আরও মারাত্মক চেহারা নিয়েছে এবারের ডেঙ্গি। বদলেছে উপসর্গও। ধূম জ্বর, বমি, এসব ছাড়াও, এবার দেখা যাচ্ছে শ্বাসকষ্টের সমস্যা। ক্ষতিগ্রস্ত হচ্ছে লিভার। হঠাৎ স্বাদও বদলে যাচ্ছে।
বদলেছে উপসর্গ
চিকিত্সক অমিতাভ নন্দী জানিয়েছেন, উপসর্গগুলির মধ্যে কিছু নতুন। প্লেটলেট (Platelate) সেরকমভাবে কমছে না। পেট খারাপ হচ্ছে না। rash বেরচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে রোগীর উপসর্গ ও শারীরিক সমস্যা জটিলতা, তা আলাদা হওয়ার সম্ভাব্য কারণ, পোস্ট কোভিডের সময়। কারও কোভিড হয়েছিল, তাদের ডেঙ্গি হয়েছে। এর কারণেই অস্বাভাবিক ফলাফল হতে পারে। পাশাপাশি চিকিত্সক সৌতিক পাণ্ডা বলেছেন, গলায় কফ জমা। স্বাদ পাল্টে যাচ্ছে। কোভিডের মতোই শ্বাসকষ্টের সমস্যা। লিভারের সমস্যা দেখা যাচ্ছে।
হাওড়ায় বাড়ছে মৃত্যু
অন্যদিকে, হাওড়া ও বালি পুরসভায় এখনও পর্যন্ত, মৃত্যু হয়েছে ৫ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪০০-র কাছাকাছি। এই পরিস্থিতিতে এলাকায় স্তূপীকৃতি জঞ্জাল, আবর্জনা ভর্তি নর্দমা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামীণ হাসপাতালগুলিতে ডেঙ্গি টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিকার / সতর্কতা
মশা তাড়ানোর জন্য নিমপাতা ব্যবহার করতে পারেন। নিমপাতা স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। মশা তাড়াতে ঘরে নিমপাতা পোড়াতে পারেন। খাবারের তালিকায় নিমপাতা রাখতে পারেন। ডেঙ্গি রুখতে সবথেকে বড় হাতিয়ার সচেতনতা। তাই সচেতনতার বার্তাও দেওয়া হয়। ড্রামে যেন জল না জমে। কোনও জায়গায় যেন দীর্ঘদিন বর্জ্য জমে না থাকে । প্রয়োজনে মশার নেট ব্য়বহার করা হয় প্রয়োজনে মশারির ব্যবহার, মশা রেপেল্যান্টস ব্যবহার করতে হবে। ডেঙ্গি রোগে আক্রান্ত রোগীকে সঠিক সময়ে চিকিৎসা না করালে তা প্রাণঘাতীও হতে পারে।
আরও পড়ুন- ডেঙ্গি সংক্রমণ ঘিরে উদ্বেগ, পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে অভিযানের সিদ্ধান্ত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)