Mamata Banerjee: জমির বদলে জমি, স্থানীয় মানুষ চাকরি পাবে, দেউচা পাঁচামি নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Deucha Pachami coal block: ‘বাংলায় শিল্প আনাই লক্ষ্য। দেউচা পাঁচামিতে ৩০,০০০ কোটি টাকা বিনিয়োগ হবে। পুনর্বাসনের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ’, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা: দেউচা পাঁচামি (Deucha Pachami coal block) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। জমিদাতাদের চাকরি (Kobs), টাকা, পুনর্বাসন সহ নানা সুযোগ-সুবিধা দেওয়ার কথা জানালেন তিনি।
আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেউচা পাঁচামিতে লক্ষাধিক চাকরি হবে। জমির বদলে জমি দেওয়া হবে। স্থানীয় মানুষ চাকরি পাবে। জমিদাতাদের চাকরি, টাকা দেওয়া হবে। পুনর্বাসনের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ। জমির দাম দ্বিগুণ দেওয়া হবে। দেউচা পাঁচামিতে স্কুল, রাস্তা তৈরি করে দেওয়া হবে। আজ ৬ জন জমিদাতাকে চাকরির নিয়োগপত্র, ক্ষতিপূরণের টাকা দেওয়া হল। দেউচা পাঁচামিতে কেউ বঞ্চিত হবে না। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। জমিদাতাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলায় শিল্প আনাই লক্ষ্য। দেউচা পাঁচামিতে ৩০,০০০ কোটি টাকা বিনিয়োগ হবে। ৪,৩০০ জন জমিদাতা আছেন। ১,৬০০ জনকে জমির পাট্টা, ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়ে গেছে। জঙ্গলমহলে ৭২,০০০ কোটি টাকার প্রকল্প আনা হচ্ছে। ‘২০০-র বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন হবে। দেশের বাইরে থেকে যাঁরা আসবেন তাঁদের স্বাগত। কোনও পরামর্শ থাকলে রাজ্যকে দিন। শিল্পে বাধা এলে কড়া সিদ্ধান্ত নিতে হবে। কোনও অপশাসন বরদাস্ত করব না।’
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের মৃত্যুরহস্য নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আনিস খুনে পুলিশের দু’জন গ্রেফতার হয়েছে। কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। পুলিশকে পুলিশের কাজ করতে দিন। কলকাতায় বারবার বিক্ষোভ দেখানো হচ্ছে। এগুলো বন্ধ হোক। রাজ্য সরকারকে দুর্বল ভাববেন না। নন্দীগ্রামকাণ্ডে লক্ষ্মণ শেঠকে কি গ্রেফতার করেছিল সিপিএম? সিঙ্গুরে তাপস মালিককাণ্ডে কাউকে গ্রেফতার করেছে সিবিআই? সিবিআই তদন্তে কেউ বিচার পেয়েছে? সিবিআই তদন্ত করলেও নোবেল পদক উদ্ধার হয়নি। বাংলায় বিশৃঙ্খলা বরদাস্ত করব না। কত নরকঙ্কাল উদ্ধার হয়েছে, গলায় মালা পরে ঘুরেছেন। হাথরসকাণ্ডে কতজন গ্রেফতার হয়েছে?’