Dev Diwali 2024: দেব দীপাবলিতে সালকিয়ার গঙ্গায় ভাসল শত শত প্রদীপ, ভক্তদের ভিড় শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে
Howrah Dev Diwali 2024 Celebration : সালকিয়ার শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে দেব দীপাবলি উদযাপন
সুনীত হালদার, হাওড়া: সালকিয়ার শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে দেব দীপাবলি উদযাপন। শত শত মানুষের ভিড় করেছিলেন সালকিয়ায় গঙ্গা আরতি দেখার জন্য। যা তাদের কাছে হরিদ্বারের মতো অভিজ্ঞতা। যেখানে দেব দীপাবলি সমান জাঁকজমকের সঙ্গে পালিত হয়। আজ সন্ধ্যায় শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির যা বঙ্গেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। সেখানে সাধুদের পাশাপাশি পূর্ণ্যার্থীরা নদীর ধারে আরতি করেন।
সালকিয়ার শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে দেব দীপাবলি উদযাপন
এই বছরও মন্দির কমিটি স্বামী চিদানন্দ সরস্বতী মুনির সহায়তায় ২০২৩ সালের পর দ্বিতীয়বার দেব দীপাবলি কলকাতায় নিয়ে এসেছেন। স্বামী চিদানন্দ জালান পরিবার নির্মিত ৬১ ফুট উচ্চ শিবমূর্তি যা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ২০১৫ সালে উন্মোচন করেছিলেন। সেই মন্দির প্রাঙ্গন উৎসবের মুহূর্ত তৈরি হয়েছে। এদিন পুণ্যার্থীরা প্রার্থনার পর, গঙ্গায় জ্বলন্ত প্রদীপ ভাসান।
বারাণসীর ধাঁচে বাবুঘাটে হল দেব দীপাবলি
বাবুঘাটে পালিত হয় দেব দীপাবলি। বারাণসীর ধাঁচে বাবুঘাটে হল দেব দীপাবলি। কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত হয় এই দেব দীপাবলি। প্রতিবছর কার্তিক মাসে কার্তিক পূর্ণিমার দিন আয়োজিত হয় এই দেব দীপাবলি। দেব দীপাবলি উপলক্ষে হল গঙ্গা আরতি। গঙ্গা আরতি দেখতে ভিড় জমান বহু মানুষ। দেব দীপাবলি উদযাপনের মধ্য দিয়ে সেজে উঠেছে বাবুঘাট।
আরও পড়ুন, ভর সন্ধেয় কসবার TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা
দেব দীপাবলির দিনে আজ থেকেই শুরু হচ্ছে রাস উৎসব
অপরদিকে, দেব দীপাবলির দিনে আজ থেকেই শুরু হচ্ছে রাস উৎসব। তাই সাজো সাজো রব নদিয়ার নবদ্বীপ। নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস। এই রাস উৎসব উপলক্ষে বৈষ্ণব ধর্মালম্বী মানুষ তো বটেই এছাড়াও বহু দূরদুরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই নবদ্বীপে এসেছেন রাস দেখতে। রাসলীলা বা রাস যাত্রা সনাতন ধর্মলম্বীদের একটি বিশেষ উৎসব ।রাস মূলত, শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারার অনুষ্ঠিত এক ধর্মীয় উৎসব। জনশ্রুতি প্রচলিত আছে যে শ্রীচৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসব সূচনা করেছিলেন নদীয়ার নবদ্বীপে। নবদ্বীপ রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপে শক্তি আরাধনায় নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।