ধনকড়ের অডিট প্রশ্নে দ্বিধাবিভক্ত পাহাড়; অডিট চাইছে অনীত থাপার দল, রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তৃণমূলের
Sর আগে এ প্রসঙ্গে রাজ্যপাল বলেছিলেন, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকে (Amit Mitra) জবাব দিতে হবে, কেন ১০ বছর GTA’র CAG অডিট হয়নি। দুর্নীতির আখড়া হয়ে উঠেছে GTA।
মোহন প্রসাদ, দার্জিলিং: জিটিএতে (GTA) দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল (Governor)। অডিট (GTA Audit) না হওয়া নিয়ে তাঁর প্রশ্নে পাহাড়ের রাজনীতিতে আলোড়ন ফেলেছে। জিটিএর (GTA) প্রাক্তন চেয়ারম্যান বিমল গুরুং (Bimal Gurung), অনীত থাপারা (Anit Thapa) স্বাগত জানিয়েছেন। রাজ্যপালের এক্তিয়ার নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল (TMC)।
এর আগে এ প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেছিলেন, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকে (Amit Mitra) জবাব দিতে হবে, কেন ১০ বছর GTA’র CAG অডিট হয়নি। দুর্নীতির আখড়া হয়ে উঠেছে GTA। জিটিএ’র অডিট কেন ১০ বছর হয়নি?
এই নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যপাল। জবাব চেয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রর কাছ থেকে। জগদীপ ধনকড়ের অডিট নিয়ে প্রশ্ন তোলার পর কার্যত দু’ভাগ হয়ে গেছে পাহাড়।
গোর্খা জনমুক্তি মোর্চা, অনীত থাপার দল, জিএনএলএফ চাইছে GTA’র অডিট করা হোক। অন্যদিকে, রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
দার্জিলিং (Darjeeling) শাখার জিএনএলএফের সাধারণ সম্পাদক সন্দীপ লিম্বু জানিয়েছেন, আমার চাই দ্রুত সিএজি অডিট রিপোর্ট হোক। রাজ্যপাল ঠিকই বলেছেন। যারা দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত
রাজ্যপালের অভিযোগ, ১০ বছর জিটিএ’র অডিট হয়নি। ২০১২ থেকে ২০১৭-র সেপ্টেম্বর পর্যন্ত GTA’র চেয়ারম্যান ছিলেন বিমল গুরুং। নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষের পর, রাজ্য সরকার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে।
বছর দুয়েক চেয়ারম্যান পদে ছিলেন বিনয় তামাং। এরপর সেই পদে আনা হয় অনীত থাপাকে। সম্প্রতি বিভিন্ন বিষয়ে তৃণমূলের পাশে দাঁড়ালেও, বিমল গুরুং এবং অনীত থাপার দল অবশ্য অডিটের দাবিকে সমর্থন জানিয়েছে।
গোর্খা জনমুক্তি মোর্চার প্রেসিডেন্ট বিমল গুরুঙ্গ বলেন, অডিট হওয়াই উচিত। জিটিএতে দুর্নীতি হয়েছে অডিট হওয়া দরকার।
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রেসিডেন্ট অনীত থাপার কথায়, আমরা বারবার অডিটের জন্য বলেছি। সরকারি নিয়ম অনুযায়ী অডিট হওয়া উচিত।
দার্জিলিং তৃণমূল কংগ্রেসের সাংসদ ও সভানেত্রী শান্তা ছেত্রী জানিয়েছেন, আমি যতদূর জানি অডিট হচ্ছে। ইন্টার্নাল এবং রাজ্যের তরফে অডিট হচ্ছে। সরকার সময়মতো অডিট করাচ্ছে। অভ্যন্তরীণ বিষয় দেখার কথা নয় ওনার। জিটিএর অডিট নিয়ে নানা মত থাকলেও, জিটিএর ভোটের দাবি উঠেছে পাহাড়ে।