Dilip Ghosh: 'উনি থাকলে তৃণমূলের দরকার হবে না', তথাগতকে নিশানা দিলীপের
Tathagata Roy-Dilip Ghosh: তথাগত রায়ের মন্তব্য নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। দলের একাংশকেই এ নিয়ে তোপ দেগেছেন তিনি। তা নিয়ে এবার পাল্টা দিলেন দিলীপ ঘোষও।
নয়া দিল্লি: পদ্মের অন্দরেই ফাটল? অর্জুন সিংহের (Arjun Singh) ফুল বদলের পরই বিজেপির (BJP) বর্ষীয়ান নেতা তথাগত রায়ের (Tathagata Roy) মন্তব্য নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। দলের একাংশকেই এ নিয়ে তোপ দেগেছেন তিনি। তা নিয়ে এবার পাল্টা দিলেন দিলীপ ঘোষও (Dilip Ghosh)।
তথাগত রায় টুইটারে নিশানা করেছিলেন 'কেডিএসএ' (মনে করা হচ্ছে কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননকে) গ্যাংকে। তিনি এও লেখেন, "মমতা আপনি বিজেপির ভিতরে ট্রয়ের ঘোড়া ঢুকিয়ে দিতে সফল হয়েছেন।" বিজেপি নেতা লেখেন, ‘অর্জুনের ঘর ওয়াপসিকে স্বাগত। এবার বাকিদের নিয়ে নিন। কে ডি এস এ-কেও নিয়ে নিন। আপনি এখন মুখ্যমন্ত্রী, আর কী চাইতে পারেন?’
Mamata,u succeeded in pushing Trojan horses into BJP.
— Tathagata Roy (@tathagata2) May 22, 2022
KDSA gang welcomed them as sons-in-law,gave them money,tickets,the rest. KDSA also made BJP a laughing stock.
Arjun Singh’s ghar-wapsi is welcome. Now please take the rest. Take KDSA too.
You are now CM. What more do u want?
আরও পড়ুন, 'কত বড় বাপের বেটা দেখব', শুভেন্দু অধিকারীকে মারধরের হুঁশিয়ারি তৃণমূল নেতার
এদিকে, এই মন্তব্যর প্রেক্ষিতেই এবার পাল্টা তোপ দিলীপ ঘোষের। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির সাফ বক্তব্য, উনি থাকলে তৃণমূলের দরকার হবে না।" অন্যদিকে, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূলের যোগ দেওয়ার পরদিনই নিউটাউনের একটি হোটেলে আজ সাংগঠনিক বৈঠকে বসেছে বিজেপি।
এই বৈঠকে ডাকা হয়েছে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতাদেরও। বৈঠকে যোগ দিয়েছেন অমিত মালব্য, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ