Dilip on Nadda: শহরে নাড্ডার হোর্ডিং সরতেই TMC-র উপর চটলেন দিলীপ, বললেন..
Dilip Attacks TMC: শোভাবাজার রাজবাড়ির সামনে শারদীয় শুভেচ্ছা জানিয়ে নাড্ডার নামে দেওয়া হোর্ডিং খুলে দিতেই বিস্ফোরক দিলীপ, কী বললেন বিজেপি নেতা ?
কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) পর পুজোর কলকাতায় জে পি নাড্ডা (JP Nadda)। তবে পুজোর কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার আসার আগেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। শোভাবাজার রাজবাড়ির সামনে শারদীয় শুভেচ্ছা জানিয়ে নাড্ডার নামে দেওয়া হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। আর এই ইস্যুতেই শাসকদলকে তোপ দেগে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, 'স্বৈরাচারী সরকার তৃণমূলের..।'
'এটা কি বাংলার সংস্কৃতি?'
গেরুয়া শিবিরের দেওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার সামনে রাখা নাড্ডার ছবি দেওয়া হোর্ডিং গুলো সরিয়ে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় আবার হোর্ডিংয়ের মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ না দেখতে পারে। আজ সপ্তমীতে শোভাবাজার রাজবাড়িতে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর এই ইস্যুতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দিলীপ ঘোষ বলেন, 'স্বৈরাচারী সরকার তৃণমূলের। বাংলার জামাই নাড্ডা, তাঁর ছবি সরিয়ে দেওয়া হল। এটা কি বাংলার সংস্কৃতি?', প্রশ্ন দিলীপের।
আজ শহরে জেপি নাড্ডা
আজ সপ্তমীর ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু সপ্তমীর পুজো। আকাশে-বাতাসে শারদ-সপ্তমীর সুর। বেলা বাড়তেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ঢল। আর এরমধ্যেই আজ শহরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কলকাতায় পা দিয়ে হাওড়ার বেলিলিয়াস রোডের পুজোয় নাড্ডা। এখান থেকে নাড্ডা যাবেন শোভাবাজার রাজবাড়িতে। প্রথমে সূচিতে না থাকলেও, বিজেপির সর্বভারতীয় সভাপতির পরের গন্তব্য সন্তোষ মিত্র স্কোয়ার। রাজ্যের বিরোধী দলনেতার সুরেই আজ নাড্ডার প্রতিক্রিয়াতেও অসুর বিনাশের কথা।
আরও পড়ুন, উৎসবমুখর বাংলা, সপ্তমীতেও রাস্তায় চাকরিপ্রার্থীরা
'আমি আর কীই আর চাইব? বাংলায় শুভশক্তির হাতে ক্ষমতা আসুক'
শনিবার সকালে কলকাতায় পা রাখেন নাড্ডা। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে এদিন সকালে প্রথমে হাওড়ার বেলিলিয়াস রোডে জুগনু অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি। তার পর সোজা চলে যান শোভাবাজার রাজবাড়িতে। সেখানে নাড্ডার পাশে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের নেতা রাহুল সিন্হাকেও। সেখানে অঞ্জলি দেন নাড্ডা। বেশ কিছু ক্ষণ সেখানে কাটিয়ে নিউ মার্কেট সর্বজনীন পুজোয় পৌঁছন। নাড্ডা বলেন, 'আমি আর কীই আর চাইব? কিছু লোকের মতিভ্রম হয়েছে। সুবুদ্ধি ফিরুক। বাংলায় শুভশক্তির হাতে ক্ষমতা আসুক।'