Dilip Ghosh : 'মমতা মুখ থুবড়ে পড়েছেন', মুখ্যমন্ত্রীর চা-বিস্কুট-ঘুগনির ব্যবসার পরামর্শ নিয়ে বিস্ফোরক দিলীপ
Dilip Ghosh : ' যাঁর জীবনী রাজ্যের ছেলেমেয়েরা পড়ছে, সেই শিক্ষামন্ত্রী জেলে। ' কটাক্ষ দিলীপের
রঞ্জিত সাউ, নিউটাউন : কয়লা পাচারকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ( Jitendra Tiwari ) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে CID। অন্যদিকে, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ( Kalyanmoy Ganguly) গ্রেফতারি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তুঙ্গে তরজা। তারই মধ্যে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে চলছে বিতর্ক। চা-বিস্কুট, ঘুগনি থেকে তেলেভাজার ব্যবসা করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে সাতসকালে মর্নিংওয়াকে বেরিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) ।
প্রসঙ্গ : চা-বিস্কুট, ঘুগনি, তেলেভাজার ব্যবসা
বৃহস্পতিবার উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় যাঁরা কারিগরি শিক্ষার কোর্সে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের হাতে এদিন নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিন খড়গপুরে ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) বলেন, "আমার এই কথা শুনে অনেকেই টোন-টিটকিরি দেন। আমি বলতাম, আপনার কাছে টাকা নেই। আপনি এক হাজার টাকা নিন, এক হাজার টাকা নিয়ে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। '
এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন দিলীপ। তিনি বলেন, ' রাজ্যে যখন আর কোনও দিশা থাকেনা, তখন মানুষকে এভাবেই ভুলিয়ে রাখতে হয়। সরকার দুর্নীতিতে ডুবে গেছে। লক্ষ্য নেই। উদ্দেশ্য নেই। রোড ম্যাপ নেই। ট্রেনিদের কাগজ ধরিয়ে বলছে চাকরি দিলাম। পুরো ঢপবাজি চলছে...ওদিকে কেজরিওয়াল মুখ থুবড়ে পড়েছে ... এদিকে মমতা মুখ থুবড়ে পড়েছেন।'
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, 'প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন, তারপরের সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আরেকটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না।'
প্রসঙ্গ : জিতেন্দ্র তিওয়ারিকে সিআইডি তলব
কয়লা পাচারকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করেছে সিআইডি। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, 'এ সব বিজেপিকে ডিস্টার্ব করার চেষ্টা। তাঁর প্রশ্ন, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। এরপর সিআইডি তদন্ত ধোপে টিকবে কি? '
২০২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর থেকে বিজেপির টিকিটে লড়ে হেরে যান জিতেন্দ্র। সেই জিতেন্দ্র তিওয়ারিকে CID তলব নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।
প্রসঙ্গ : কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেফতার
এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আজ তোলা হবে আদালতে। ভুয়ো নিয়োগপত্রে আছে সই, অভিযোগ সিবিআইয়ের। এই প্রসঙ্গে ঝাঁঝালো প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। বলেন, ' রাজ্যের ছেলেমেয়েরা যাঁর হাত থেকে জীবনের প্রথম সার্টিফিকেট নিয়েছে, তিনিই আজ জেলে।' তাঁর কটাক্ষ, ' যাঁর জীবনী রাজ্যের ছেলেমেয়েরা পড়ছে, সেই শিক্ষামন্ত্রী জেলে। '