Local Train And Metro Service: মঙ্গলবার থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন ও মেট্রো
Local Train And Metro Service: এবার লোকাল ট্রেন ও মেট্রোয় আরও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। সোমবার দুপুরেই একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ শিথিলের ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: কাল থেকে ৫০-এর বদলে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন-মেট্রো। কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করবে নবান্ন, খবর সূত্রের। করোনা পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আসতেই রাজ্যের বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এবার লোকাল ট্রেন ও মেট্রোয় আরও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। সোমবার দুপুরেই একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ শিথিলের ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল থেকে একাধিক ক্ষেত্রে বিধি-নিষেধ শিথিল হচ্ছে, কোথায় কোথায় ছাড়? দেখে নিন
- ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ
- অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল
- পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’
- সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, খুলছে পর্যটন কেন্দ্র
- রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়
- অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়
- সিনেমা হলেও ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড়
- সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, খুলছে পর্যটন কেন্দ্র
- এবার থেকে সপ্তাহে ৭দিনই মুম্বই, দিল্লি উড়ান
- বেঙ্গালুরু-কলকাতা উড়ানে বহাল আগের কড়াকড়ি
- লন্ডন-কলকাতার উড়ানেও উঠল কড়াকড়ি, বাধ্যতামূলক আরটিপিসিআর
উল্লেখ্য, সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে কিছুটা কমল করোনায় দৈনিক সংক্রমণ, তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। রাজ্যে টানা ১৭ দিন ধরে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা তিরিশের ওপরেই রয়েছে। সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে ৫ জনের মৃত্যু। গত একদিনে কলকাতায় ১৭৯ জন করোনা আক্রান্ত। ২ মেদিনীপুরে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় মৃত ২। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ১,৯১০।গতকালের তুলনায় অনেকটা কমল টেস্ট, কমল পজিটিভিটি রেট-ও।
গত একদিনে সংক্রণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার ৭২৭। রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ২৫ হাজার ৭০৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর সংখ্যা ১৯ লক্ষ ৯৫ হাজার ৫১৬। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লক্ষ ৪৯ হাজার ১৮৮। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৬১৯। সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ। মৃত্যুর হার ১.০৩ শতাংশ। গতকাল ৩৪ হাজার ৮১৭ নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভিটি হার ৫.৪৯ শতাংশ।