District News: পথ দুর্ঘটনার বলি শ্রমিক, স্থানীয়দের বিক্ষোভে অবরুদ্ধ বাঁকুড়ার সোনামুখী বড়জোড়া রাজ্য সড়ক
Bankura News: মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেহ রাস্তায় রেখে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।

তুহিন অধিকারী, বাঁকুড়া: পথ দুর্ঘটনার বলি এক ৪০ বছর বয়সি শ্রমিক। বালি বোঝাই লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ায় (Bankura News)। ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার বোন্দলহাটি এলাকায়। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেহ রাস্তায় রেখে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার, ৮ জানুয়ারি রাত এগারোটা নাগাদ স্থানীয় নাচনহাটি এলাকা থেকে নিজের বাড়িতে ফিরছিলেন প্যন্ডেল শ্রমিক প্রশান্ত ভুঁই। বাড়ি ফেরার পথে একটি বালি গাড়ি তাঁকে চাপা দিলে ঘটনায় গুরুতর জখম হন বছর চল্লিশের ওই ব্যক্তি। ঘটনার পর গুরুতর আহত ওই ব্যক্তিকে প্রথমে সোনামুখী গ্রামীণ হাসপাতালে ও পরে তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।
কিন্তু গুরুতর জখম প্রশান্তর শেষ রক্ষা হল না। দুর্গাপুরের বেসরকারি নার্সিংহোমেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়। আজ, রবিবার ওই ব্যক্তির দেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। অবিলম্বে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেহ রাস্তায় রেখে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। গ্রামবাসীদের এই বিক্ষোভের জেরে প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকে সোনামুখী বড়জোড়া রাজ্য সড়ক।
মেট্রোয় মৃত্যুর প্রচেষ্টা
ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। যার জেরে দীর্ঘ সময় ব্যাহত থাকল মেট্রো পরিষেবা। রবিবার ছুটির সন্ধ্যায় একবার মেট্রোযাত্রীদের ভোগান্তি। নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন একজন। ময়দান-টালিগঞ্জ বন্ধ মেট্রো পরিষেবা। টালিগঞ্জ থেকে ব্রিজি ও দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। মেট্রো পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী সন্ধে ৬.৩২ এ ঘটনাটি ঘটে।
কলকাতা মেট্রোয় বিভ্রাট যেন এখন নিত্যদিনের খবর। গত সপ্তাহের শুরুতেই যান্ত্রিক ত্রুটিতে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ ছিল মেট্রো পরিষেবা। তার কিছুদিন আগে টালিগঞ্জ স্টেশনে ঢোকার একটু আগেই থমকে গিয়েছিল দক্ষিণেশ্বরগামী পাতাল রেলের চাকা। ৪০মিনিটের ওপর কামরায় বন্ধ থাকার পর, চালকের দরজা দিয়ে বের করা হয় আটকে পরা যাত্রীদের। থার্ড রেলের ঝুঁকি পেরিয়েই আসতে হয় টালিগঞ্জ স্টেশনে। ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছেন ভুক্তভোগীরা। তারপর ফের আজ আত্মহত্যার চেষ্টায় বন্ধ মেট্রো পরিষেবা।






















