Abhaya Crossing: 'ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে হোক অভয়া ক্রসিং' মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব চিকিৎসক সংগঠনের
RG Kar News: আর জি কর-কাণ্ডের পর পেরিয়ে গেছে চার-চারটে মাস। বহু প্রতিবাদের সাক্ষী থেকেছে রাজপথ।
কলকাতা: এবার অভয়ার নামে রাস্তার দাবি। 'ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে হোক অভয়া ক্রসিং' এই দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও মেয়রকে ইমেল করে ডোরিনা ক্রসিংকে 'অভয়া ক্রসিং' নাম দেওয়ার আবেদনও জানানো হয়েছে।
কী প্রস্তাব?
আর জি কর-কাণ্ডের পর পেরিয়ে গেছে চার-চারটে মাস। বহু প্রতিবাদের সাক্ষী থেকেছে রাজপথ। দুর্গাপুজো...দীপাবলী থেকে বড়দিন...থামেনি প্রতিবাদ। কিন্তু, এখনও শেষ হয়নি বিচারের অপেক্ষা। এদিকে, এরমধ্যেই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও মেয়রকে ইমেল করে ডোরিনা ক্রসিংকে 'অভয়া ক্রসিং' নাম দেওয়ার আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার রাতে অভয়ামঞ্চ ও জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরসের তরফে এই এলাকার ডিজিটাল নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। অর্থাৎ তাঁদের দাবি, গুগল ম্য়াপে সার্চ করলে জায়গাটির নাম অভয়া ক্রসিং বলে দেখা যাচ্ছে। এপ্রসঙ্গে চিকিৎসক প্রমোদরঞ্জন দাস বলেন, "গুগল ম্যাপের এডিট অপশনে গিয়ে লোকেশন এডিট করা যায়। গুগল অ্যাক্সেপ্ট করবে কিনা সেটা অন্য ব্যাপার। আমরা সবাই মিলে এটা করতে থাকি। অনেককেই অনুরোধ করি। আজ সকালে গুগল থেকে একটা মেল আসে। তারপর থেকে দেখা যাচ্ছে।''
এদিকে বিচারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ডোরিনা ক্রসিং-এ ধর্না চালাতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। কলকাতার পুলিশ কমিশনারের কাছে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস ও অভয়ামঞ্চের তরফে আবেদন জানানো হয়,২৬ ডিসেম্বরের পরও অবস্থান চালিয়ে যাওয়ার জন্য। কিনতু, পুলিশের তরফেও জানিয়ে দেওয়া হয়, ২৬ তারিখ পর্যন্ত আদালতের অনুমতি আছে। এরপর মঞ্চ খুলে ফেলতে হবে। পুলিশ অনুমতি না দেওয়ায় ফের জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস ও অভয়ামঞ্চের তরফে পুলিশকে ইমেল পাঠানো হয়। এরমধ্য়ে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস ও অভয়ামঞ্চ। বুধবার বিকেলে ফের কলকাতা পুলিশের তরফে ইমেলে জানিয়ে দেওয়া হয় ২৬ ডিসেম্বরের পর ডোরিনা ক্রসিং-এর ওই জায়গা খালি করে দিতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Hooghly-Chinsurah Municipality: বকেয়া বেতনের দাবিতে অবরোধ, পুর-পরিষেবা অচল করে দেওয়ার হুঁশিয়ারি