Dol Yatra 2025: মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা বেলুড়ে, কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনেও উৎসবের আয়োজন
West Bengal News: বসন্ত জাগ্রত দ্বারে। আজ রঙের উৎসব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা।

ভাস্কর ঘোষ, বেলুড় ও বাপন সাঁতরা, কামারপুকুর: আজ দোল। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। সবার রঙে রং মেলানোর দিন। রঙের উৎসবে মেতেছে বাংলা। দোলের দিন সব রং মিলে-মিশে একাকার। বেলুড় থেকে কামাপুকুরে উৎসবের মেজাজ।
চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠেও পালন করা হচ্ছে দোল উৎসব। গতকাল সন্ধেয় হোলিকা দহন বা ন্যাড়াপোড়া হয়। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়। শ্রীচৈতন্যদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করে মঠের সন্ন্যাসী, মহারাজ এবং উপস্থিত ভক্তরা নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠেন। তারপর খোল-করতাল বাজিয়ে চলে মঠ প্রদক্ষিণ করেন। সকাল ন'টা নাগাদ সন্ন্যাসী মহারাজরা খোল করতাল নিয়ে নৃত্য করতে করতে আবির ছড়িয়ে দোল উৎসব পালন করেন। এই উৎসেব অংশ নেন দূর দূরান্ত থেকে আসা অগণিত ভক্ত এবং দর্শকও।
কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে দোল উৎসবে মাতলেন পুণ্যার্থী থেকে মঠের মহারাজরা। এদিন সকাল থেকেই মঠে পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন। রামকৃষ্ণদেবের পুজোপাঠ, ভজনের সঙ্গে সঙ্গে একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেন সকলে। এদিন মঠের মহারাজরাও একে অপরকে আবির মাখিয়ে দিনটি পালন করছেন। হয় ভক্তিমূলক গান। আর সেই গানের নাচের তালে আবির উড়িয়ে তাঁরা উৎসব পালন করেন। রামকৃষ্ণদেবের মাটির বাড়ির সামনে বসে ভজন গান হয়। রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভুর ছবিকে সামনে রেখে একটি শোভাযাত্রা বের হয়। মঠে এদিন দোল উৎসবে শামিল হন আরামবাগের সাংসদ মিতালি বাগ। স্থানীয়রা ছাড়াও বহু বাইরের পুণ্যার্থী মঠের দোল উৎসবে শামিল হন।
এদিকে দোলের দিন কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন মন্দির। শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এসেছেন। মায়াপুরের ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা উৎসবের সূচনা হয়। আবির বা অন্য রং নয়, এদিন কৃষ্ণপ্রেমে নিজেদের রাঙিয়ে নেওয়ার পালা। সকালে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, দিনভর বিশেষ পুজোর সঙ্গে হরিনাম সংকীর্তন। পাশাপাশি মদনমোহন দেবের দোলযাত্রা উপলক্ষে কোচবিহার মদনমোহন মন্দিরে ভক্তদের ভিড়। মদনমোহন দেবকে আবির ছুঁয়ে প্রণামের পর একে অপরের গায়ে রঙিন আবির মেখে দোলযাত্রা উদযাপন হচ্ছে কোচবিহারে।
আরও পড়ুন: Shantiniketan Dol Yatra: : দোলে জমজমাট ভিড়, রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতন






















