Durga Puja 2022: বেজে উঠল আলোর বেণু, মহালয়ার পুণ্য তিথিতে প্রতিমার চক্ষুদান
Mahalaya 2022: কুমারটুলি সর্বজনীনের মণ্ডপে মায়ের চক্ষুদান করলেন শিল্পী নবকুমার পাল। টালা পার্ক প্রত্যয়ে মায়ের চক্ষুদান করলেন শিল্পী সুশান্ত পাল। পুজোর বয়স ৯৭ বছর।
সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মহালয়ার পুণ্য তিথিতে প্রতিমার (Durga Puja 2022) চক্ষুদান পর্ব সারা হল। কুমারটুলি সর্বজনীনের মণ্ডপে মায়ের চক্ষুদান করলেন শিল্পী নবকুমার পাল। এবারের থিম শিরোনাম। জানা-অজানা শিল্পীদের কাজ তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। টালা পার্ক প্রত্যয়ে মায়ের চক্ষুদান করলেন শিল্পী সুশান্ত পাল। পুজোর বয়স ৯৭ বছর। এবারের থিম ঋতি মানে গতি। বিভিন্ন আঙ্গিকে এই গতির মাধ্যমেই মানবসম্পদের ব্যবহারকে ফুটিয়ে তুলেছেন শিল্পী। মানবসম্পদেরই উদযাপনই মণ্ডপসজ্জায় প্রাণ পেয়েছে।
প্রতিমার চক্ষুদান পর্ব সারা হল: আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু...আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ আগামীকাল থেকে দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু৷ মহালয়া উপলক্ষ্যে কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ৷ গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷ আর এই পুণ্য তিথিতে শুরু হয়েছে মায়ের চক্ষুদান। কুমারটুলি সর্বজনীন থেকে টালা পার্ক প্রত্যয়, সারা হল চক্ষুদান পর্ব।
পুরনো ছন্দে ফিরছে বঙ্গবাসী: করোনার আবহেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দিনযাপন। গত দু বছর নানা বিধি পেরিয়ে এবার উৎসবে অনেকটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে বঙ্গবাসী। আকাশে মেঘ-রোদ্দুরের ফাঁকে পেঁজা তুলোর মেঘ জানিয়ে দিচ্ছে, হাতে আর মাত্র কয়েকটা দিন। এই মুহূর্তে তাই চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। বাড়ির পুজো থেকে বারোয়ারি- সেজে উঠছে অভিনব সব সাজে। বারোয়ারি পুজোগুলোতে এবছরও থিমের রমরমা। অন্যান্য সমাজের নানা দিক থেকে নানা বার্তা তুলে ধরছেন পুজো উদ্যোক্তারা। প্যান্ডেলে, প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তুলছেন সংশ্লিষ্ট বিষয়।
জেলায় জেলায় তর্পণ: মহালয়ার পুণ্য তিথিতে জেলায় জেলায় চলছে তর্পণ। হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে পুণ্যার্থীদের ঢল। চলছে তর্পণ। হাওড়া সিটি পুলিশের তরফে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। উলুবেড়িয়ার কালীবাড়ি গঙ্গার ঘাটেও তর্পণ করছেন বহু মানুষ। রয়েছে পুলিশি নিরাপত্তা। মহালয়া উপলক্ষ্যে হুগলিতে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের জন্য ভিড়। দুর্ঘটনা এড়াতে স্পিড বোট নিয়ে গঙ্গাবক্ষে নজরদারি চালাচ্ছে সিভিল ডিফেন্স। চলছে মাইকে প্রচার।
আরও পড়ুন: Durga Puja 2022: আজ মহালয়া, ঘাটে ঘাটে তর্পণ রাজনৈতিক নেতাদের