Durga Puja 2022: সন্ধিপুজোয় আবেগপ্রবণ কল্যাণ, কেঁদে ভাসালেন তৃণমূল সাংসদ
Kalyan Banerjee: শ্রীরামপুরের পাঁচ ও ছয়ের পল্লির সন্ধিপুজোতে সামিল হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
![Durga Puja 2022: সন্ধিপুজোয় আবেগপ্রবণ কল্যাণ, কেঁদে ভাসালেন তৃণমূল সাংসদ Durga Puja 2022: TMC MP Kalyan Banerjee got emotional at puja, breaks down in tears Durga Puja 2022: সন্ধিপুজোয় আবেগপ্রবণ কল্যাণ, কেঁদে ভাসালেন তৃণমূল সাংসদ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/03/25b96354010f45314d5caea3230395dc1664819900623385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শ্রীরামপুর, হুগলি: তিনি একদিকে পোড়খাওয়া আইনজীবী, দোর্দন্ডপ্রতাপ সাংসদ। অন্যদিকে ভীষণ মাত্রায় আবেগপ্রবণ। কখনও সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটে রাজনৈতিক সভার মঞ্চে বক্তব্য রাখার সময়, আবার কখনও ভীষণ ব্যক্তিগত কোন অনুষ্ঠানে। যেমন দেখা গেল অষ্টমীর সন্ধিপুজোয়।
চোখে জল সাংসদের:
শ্রীরামপুরের পাঁচ ও ছয়ের পল্লির সন্ধিপুজোতে সামিল হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গাঁধী ময়দানের পুজোয় চোখে জল দেখা গেল তৃণমূল সাংসদের। সন্ধিপুজোর সময় আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাঁকে। পুজোর সময় মন্ত্র পড়তে পড়তে কেঁদে ফেলেন তিনি। পুজোর সময় দেবী প্রতিমার সামনে হাঁটুগেড়ে বসতে দেখা যায় তাঁকে। কখনও দেখা যায় উবু হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে। পরক্ষণেই দু-হাত ছড়িয়ে মন্ত্র পড়তে পড়তে কাঁদতে দেখা যায় তাঁকে। সন্ধিপুজোর সময় প্রবলভাবে ঢাক বাজানোর আওয়াজকে ছাপিয়ে শোনা যায় তাঁর গলা। প্রার্থনা করতে করতে কেঁদে ফেলেন তিনি। আবেগের ধাক্কায় কাঁপতে থাকে তাঁর শরীর। এমন ছবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভাইরালও হয়েছে।
View this post on Instagram
এর আগে কোনও না কোনও বক্তব্যের কারণে, বিরোধীদের প্রতি তাঁর বাক্যবাণের কারণে অথবা কোনও গুরুত্বপূর্ণ মামলার কারণে চর্চায় এসেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেই আইনজীবী-সাংসদকে দেখা গেল ভিন্ন রূপে।
আজ মহাষ্টমী৷ মণ্ডপে মণ্ডপে সাড়ম্বরে দেবী বন্দনা। পুষ্পাঞ্জলি, স্তোত্রপাঠের পরে হয়েছে সন্ধিপুজো। দিকে দিকে দীপের আলোয় উমা বরণের আয়োজন। বৃষ্টির ভ্রুকুটিকে হেলায় উড়িয়ে দিয়ে আলোকজ্জ্বল রাজপথের দখল নিলেন দর্শনার্থীরা। পদাতিকের মিছিল শহরের উত্তর থেকে দক্ষিণে। আলোর উত্সবে অফুরান জীবনের জয়গান।
আরও পড়ুন: বালিগঞ্জ কালচারালের ঠাকুর দেখতে গেলেন সৌরভ, বললেন পশ্চিমবঙ্গের পুজো পৃথিবীর শ্রেষ্ঠ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)