Durga Puja 2024: নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা, কটা অবধি খোলা থাকবে দরজা ?
Belur Math Navami Puja: নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা, সারাদিনে কখন কী হবে ? দেখুন একনজরে
কলকাতা: নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা। ভোরবেলা পুজো শুরু হয়। দুপুরে বিশেষ হোমযজ্ঞ হবে। দেওয়া হবে চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলি। এরপর চলবে অঞ্জলি দেওয়া। বিতরণ করা হবে খিচুড়ি ভোগ। পুজোর ক’দিন সারাদিন খোলা রয়েছে বেলুড় মঠের দরজা।
আজ মহানবমী। দুর্গাপুজোর আজ শেষ দিন। মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা। তিথি মেনে হচ্ছে নবমীর পুজো। বেলুড় মঠে চলছে নবমীর বিশেষ পুজো। শনিবার পেরোলেই রবিবার বিষাদের দশমী। অনেক জায়গায় ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে দশমীর পুজো। ফের এক বছরের অপেক্ষা। তার আগে শেষ মুহূর্তে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে ব্য়স্ত সকলে। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। ঠাকুর দেখার পাশাপাশি খাওয়া-দাওয়া হই-হুল্লোড় চলছে সমান তালে।
তিথি মেনে আজ দশমী। সকালেই দশমীর পুজো শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। অনেক বনেদি বাড়িতেই দর্পণে প্রতিমা বিসর্জনও হয়ে গেছে। আর বিসর্জনের প্রস্তুতির পাশপাশি শুরু হয়েছে সিঁদুর খেলাও। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কীর্ণাহার, পশ্চিম বর্ধমানের কুলটিতে মহিলারা মেতে উঠছেন সিঁদুর খেলায়।
চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনেই গত কয়েকদিন ধরে পুজো হচ্ছে বেলুড় মঠে। মহাসপ্তমীর ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয়েছিল মণ্ডপে। তারপর প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পর, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু হয়েছিল। মহাসপ্তমীর থেকে তিনদিনই ভোগের আয়োজন করা হয়েছিল। পুজোর ক’টাদিন সারাদিনই খোলা থাকবে বেলুড় মঠ।
আরও পড়ুন, পুজোয় গাড়ি নিয়ে ঘোরার প্ল্যান ? আজ পেট্রোল ভরাতে খরচ কত ?
গতকাল ভোরে মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু হয়েছিল অষ্টমী পুজো। প্রথমে পুষ্পাঞ্জলি হয়। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল। ৫-৭ বছর বয়সীদের নির্বাচন করা হয় কুমারী পুজোর জন্য। ১৯০১ সালে সারদা মায়ের উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই চলে আসছে এই প্রথা। এবারের কুমারী ৫ বছরের সানভি মুখোপাধ্যায়। উমা রূপে পুজো করা হয়েছিল বেলুড় বাজারের বাসিন্দা ছোট্ট সানভিকে। কুমারী পুজো দেখতে বেলুড় মঠে নামে ভক্তদের ঢল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।