Durga Puja 2024: দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, 'মানুষের করের টাকায়..'
Durga Puja 2024 Public Interest Case on HC: দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলায় নতুন আবেদনে কী জানানো হয়েছে ?
কলকাতা: দুর্গাপুজোর আগে ক্লাবগুলির অনুদান বাড়িয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,পুজোতে অনুদানের পরিমাণ ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮৫ হাজার করা হয়েছে। আর এবার দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলায় নতুন আবেদন,'পুজো অনুদানের টাকা কীভাবে খরচ করছে ক্লাবগুলি? খতিয়ে দেখুক কোর্ট।'
মামলাকারীর আবেদন, 'মানুষের করের টাকায় দেওয়া অনুদান আদৌ কোর্টের গাইডলাইন মেনে খরচ হচ্ছে? পুজো অনুদানের টাকা কীভাবে খরচ করছে ক্লাবগুলি? খতিয়ে দেখুক কোর্ট। প্রয়োজনে উপযুক্ত সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দিন।'বিচারাধীন জনস্বার্থ মামলায় নতুন আবেদন মামলাকারী সৌরভ দত্তের। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভবনা।
অপরদিকে, এবার আর নমো নমো করে নয়, জাঁকজমক করেই দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। যে পূজো ২০২০-তে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, একুশের ভোটের পর সেই উৎসাহে আক্ষরিক অর্থেই ভাটা পড়েছিল।এবার আবার নতুন উদ্য়মে দুর্গাপুজো করতে চলেছে গেরুয়া শিবির।এ ছবি ২০২০-র। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-তে মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। কিন্তু একুশের ভোটে যাবতীয় প্রত্যাশায় ধাক্কা লাগার পর, পূজো নিয়ে উৎসাহে ভাটা পড়ে যায়।
গত বছর কার্যত নমো নমো করে দুর্গাপুজার আয়োজন করা হয়। ২০২১-এর বিজেপির দুর্গাপুজো। এবার তার ব্যতিক্রম হতে চলেছে। বিজেপির সহযোগী সংগঠনের ব্যানারে আবার ধুমধাম করে পূজার আয়োজন হচ্ছে এবছর। ২০১৯ এর লোকসভা ভোটের ফল সামনে আসতেই, এবং একুশের বিধানসভা ভোটের আগে, বাঙালির মন জয় করতে দুর্গাপুজো আবেগকে হাতিয়ার করে বিজেপি।
দিল্লিতে বসে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের Eastern Zonal Cultural Centre বা EZCC-তে সেই দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন খোদ নরেন্দ্র মোদি। বাংলার সর্বশ্রেষ্ঠ উত্সবের সঙ্গে মিশে গিয়ে, ভোটের আগে জনসংযোগে জোর দিতেই, এই পুজোর আয়োজন করেছিল গেরুয়া শিবির। তাগিদ ছিল বাঙালির মনজয়। কিন্তু একুশের বিধানসভা ভোটে বিজেপির বঙ্গ জয়ের স্বপ্ন ধাক্কা খেয়েছে। আর তার পরই পুজো নিয়ে উৎসাহে কার্যত ভাটা পড়ে।
আরও পড়ুন, পর্ণশ্রীতে পুর আধিকারিককে 'হেনস্থা' TMC কর্মীর, হকার উচ্ছেদ করতে গেলে..
এই অবস্থায় দলেই কথা ওঠে, একবার পুজো করলে, পরপর তিনবার পুজো করতেই হয়। সেই মতো, ২০-র পরের ২ বছর অর্থাৎ, ২০২১ ও ২০২২-এ EZCC তেই পুজোর আয়োজন করা হয়েছিল। এবার ২৬-এর বিধানসভা ভোটের আগে, বাঙালির প্রাণের উৎসব, দুর্গাপুজোর আবেগকেই হাতিয়ার করে পশ্চিমবঙ্গবাসীর মন ছোঁয়ার চেষ্টা করছে বিজেপি। জোরকদমে চলছে তার প্রস্তুতি। এবছর সল্টলেকের EZCC তে সংস্কারের কাজ চলছে। ফলে এখানে সম্ভব না হলে, উল্টো দিকের ঐকতানেই পুজোর আয়োজন করা হবে বলে বিজেপি সূত্রে খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।