Durga Puja 2025: কলেজ স্কোয়ার থেকে ম্য়াডক্স স্কোয়ার, জলের তলায় পুজো মণ্ডপ ! ভেঙে পড়েছে বিভিন্ন গেট
Water Logging in Kolkata Pandals : উত্তর থেকে দক্ষিণ কলকাতায় একাধিক পুজো মণ্ডপে ঢুকেছে জল, কীভাবে পরিস্থিতি সামাল দেবেন বুঝে উঠতে পারছেন না উদ্যোক্তারা।

সুবর্ণা পাত্র, কুসুমিতা বন্দ্য়োপাধ্য়ায়, অলিভিয়া হাইত, কলকাতা: পুজোয় বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে, সোমবার রাত থেকে যে বৃষ্টি কলকাতাবাসী দেখল, তা বেনজির। উত্তর থেকে দক্ষিণ কলকাতায় একাধিক পুজো মণ্ডপে ঢুকেছে জল। কীভাবে পরিস্থিতি সামাল দেবেন বুঝে উঠতে পারছেন না উদ্যোক্তারা।
আরও পড়ুন, পুজোর মুখে ভয়ঙ্কর বৃষ্টিতে জলে ভাসল কলকাতা, দিনভর একাধিক ট্রেন বাতিল, নাকাল যাত্রীরা
নিম্নচাপের পূর্বাভাস ছিলই তবে, তা শুরুর কথা ছিল ষষ্ঠীতে কিন্তু, সোমবার রাত থেকে যে বৃষ্টি কলকাতাবাসী দেখল, তা বেনজির। যে মণ্ডপে জনস্রোত নামার কথা ছিল। সেখানে আজ জলস্রোত উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র ছবিটা এক। বোসপুকুর তালবাগান সর্বজনীন, দমদম পার্ক ভারতচক্র , শ্রীভূমি স্পোর্টিং ক্লাব , ম্য়াডক্স স্কোয়ার, ত্রিধারা সম্মিলনী , দমদম তরুণ দল।৩৪ তম বর্ষে বোসপুকুর তালবাগান সর্বজনীনের । পুজোর থিম 'পরিত্রাণ'। জাহাজের আদলে যে পুজোমণ্ডপ তৈরি হয়েছে, তাই চলে গিয়েছে জলের তলায়। ত্রিধারা সম্মিলনী, গড়িয়াহাট, রাসবিহারী-সহ বিভিন্ন জায়গায় একেবারে জলমগ্ন বিভিন্ন পূজামণ্ডপের মধ্যে ত্রিধারায় রয়েছি। সেখানেও চারপাশে জলমগ্ন। বিভিন্ন গেট ভেঙে পড়েছে।
ত্রিধারা সম্মিলনী মেয়র পারিষদ ও পুজো উদ্যোক্তা দেবাশিস কুমার বলেন, পরিস্থিতি খুবই ভয়ানক অবস্থা। চারিদিকে জল। ভীষণভাবে আজকে আমরা চিন্তিত। ' একই ছবি কলেজ স্কোয়ারেও। জল থই থই উল্টোডাঙা সংগ্রামী ক্লাব থেকে হাতিবাগান নবীনপল্লি। জলের তলায় ম্যাডক্স স্কোয়ারের মণ্ডপের একটা বড় অংশ। বাগমারির রাজেন্দ্রলাল স্ট্রিট দুর্গোৎসব মঙ্গলবার সকাল ৯টা নাগাদ প্রায় এক বুক জল ছিল রাজেন্দ্রলাল স্ট্রিট দুর্গোৎসবের পুজোমণ্ডপে।
যে বেদীতে প্রতিমা রাখা, বৃষ্টির জল প্রায় সেই বেদীর মাথা ছুঁয়ে ফেলে চতুর্থীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে জল থইথই সন্তোষ মিত্র স্কোয়ারে মণ্ডপের জমা জল বের করতে তৈরি করা হচ্ছে অস্থায়ী নিকাশি নালা। সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তা সজল ঘোষ বলেন, জল বের করছি, ভিভিআইপির ভিজিট আছে।মহালয়ার আগের দিনই উদ্বোধন হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের।
গত কয়েকদিনে ভিড়ে ঠাসা মঙ্গলবার সকালের ছবিটা একেবারে আলাদা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ভলান্টিয়ার বলেন, আমার জীবনে অভিজ্ঞতা, এই ৩ বছরের যে অভিজ্ঞতা এত পরিমাণে যে বৃষ্টি হয়েছে যেখানে রাস্তা তো পুরো...মণ্ডপটা শুধু ভরতে বাকি রয়েছে। ক্লাব ঘরের ভিতরে আধ হাঁটু জল। প্রচুর মানুষজন আসছেন। দমদমপার্ক ভারতচক্রের মণ্ডপে ঢোকার রাস্তা যেন সমুদ্র, মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত একই ছবি দেখা যায়, দমদম তরুণ দল, দমদম পার্ক তরুণ সঙ্ঘ ও দমদম পার্ক যুবকবৃন্দের। ফিনিশিং টাচের মুহূর্তে আচমকা বিপর্যয়।
দমদম তরুণ দলের সদস্য প্রতীক্ষণ ঘোষ বলেন, প্যান্ডেলের ভিতরের জলটা নেমে গেছে। কিন্তু সাইডে এখনও জল আছে। মহালয়া থেকেই আনন্দস্রোতে ভাসছে রাজ্যবাসী। তারমধ্যেই, প্রলয়কারী বৃষ্টি। মঙ্গলবার সকালে জলস্রোতে দেখা গেল, মৃতদেহের ছবি! স্বজন হারানোর কান্না।






















