Weather Update : নবমীর রাত থেকে হাওয়া বদলের সম্ভাবনা, বৃষ্টির আশঙ্কার সঙ্গে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা
Weather Update : নিম্নচাপের প্রভাবে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। নবমীর রাতে আবহাওয়ার বদল হওয়ার সম্ভাবনা প্রবল।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আজ মহানবমী। মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার সেই অর্থে আজই শেষদিন। আর সেই দিনই বাদ সাধছে আবহাওয়া। নবমীর সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ইতিমধ্যেই বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টি হয়েছে কিছু জায়গায়। নবমী নিশিতে কেমন থাকতে চলেছে আবহাওয়া, তারই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সেখানকার আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, শক্তি বাড়িয়ে নবমীর বিকেলেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরও উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে সেটি এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। প্রচন্ড শক্তিশালী এই নিম্নচাপ দক্ষিণ ওড়িশার স্থলভাগে প্রবেশ করবে। শুক্রবার, অর্থাৎ একাদশীর দিন ভোররাতে এই গভীর শক্তিশালী নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করতে পারে। গোপালপুর থেকে পারাদ্বীপের মাঝে এই নিম্নচাপ ওড়িশার স্থলভাগে ঢুকতে পারে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৪০০ কিলোমিটার দূরে এবং পারাদ্বীপ থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে গভীর নিম্নচাপটি।
নিম্নচাপের প্রভাবে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। নবমীর রাতে আবহাওয়ার বদল হওয়ার সম্ভাবনা প্রবল। তার ফলে দশমী ও একাদশীতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
নবমীর দিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে
উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও নবমীর দিন থেকে বৃষ্টি বেড়েছে। দুর্যোগের পরিস্থিতি রয়েছে বেশ কিছু এলাকায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের প্রায় সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। নবমীতে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলিতে। মূলত হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই রয়েছে।
আজ কলকাতার আবহাওয়া কেমন
আজ বুধবার নবমীতে মূলত মেঘলা আকাশ রয়েছে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে নবমী রাত বাড়ার সঙ্গে সঙ্গে। সেই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত চরম অস্বস্তিকর পরিবেশ। নবমীর রাতের পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।






















