Ayodhya Ram Mandir: রামভক্তি তুঙ্গে, ২০ কেজির বিস্কুট দিয়ে রাম মন্দির বানালেন দুর্গাপুরের যুবক
Ram Mandir Made of Biscuits: ইট, কাঠ, পাথর দিয়ে নয়, বরং ২০ কেজি পার্লে জি বিস্কিট দিয়ে এই অসাধারণ রাম মন্দিরের রেপ্লিকা বানিয়েছেন দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা ছোটন ঘোষ।
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Temple)। আর তার আগে থেকেই সারা দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেন এক অপার রামভক্তির আবহ। আর সেই আবহে গা ভাসিয়েই দুর্গাপুরের এক যুবক কেবল বিস্কিট দিয়েই বানিয়ে ফেলেছেন আস্ত একটা রাম মন্দিরের রেপ্লিকা। ২০ কেজি পার্লে জি বিস্কুট দিয়ে অবিকল অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে এই রেপ্লিকা।
এই অসাধারণ রাম মন্দিরের রেপ্লিকা বানিয়েছেন দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা ছোটন ঘোষ। মূলত বিয়ে বাড়িতে ফুল সাজিয়েই জীবিকা নির্বাহ করেন ছোটন। এর আগেও তিনি এমন আশ্চর্য জিনিস বানিয়ে তাক লাগিয়েছেন। কখনও বানিয়েছেন চন্দ্রযান ৩-এর রেপ্লিকা, কখনও আবার দশ সিটের সোলার বাইক বানিয়ে চমকে দিয়েছেন দুর্গাপুরবাসীকে। ছোটবেলা থেকেই কিছু না কিছু নতুন বানানোর ইচ্ছে তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। সেভাবেই এই রাম মন্দিরের রেপ্লিকাটিও বানিয়ে ফেলেন তিনি।
কীভাবে তৈরি হল এই বিস্কুটের রাম মন্দির ?
মন্দিরের (Ram Temple) বেস তৈরি হয়েছে প্লাইউড আর থার্মোকল দিয়ে, তাছাড়া বাকি পুরো অংশেই রয়েছে বিস্কুট। শুধু পার্লে জি নয়, কিছু কিছু জায়গায় অন্য বিস্কুটও ব্যবহার করা হয়েছে বলেই জানান ছোটন। তাঁর কথায়, 'আমরা চেষ্টা করি মানুষের কাছে কিছু ইউনিক জিনিস তুলে ধরার। আর এই ইউনিক জিনিসের কথা ভাবতে ভাবতেই এই মন্দির বানানোর চেষ্টা। সবাই তো কাঠের বানায়, কেউ সিমেন্ট দিয়ে মন্দির বানায়। আমরা ভাবলাম বিস্কুট দিয়ে মন্দির বানাবো। পার্লে জি বিস্কুট দিয়ে এই মন্দির বানানো হয়েছে। এটি বানাতে ২০ কেজি বিস্কুট লেগেছে।'
মন্দির বানাতে প্রায় এক সপ্তাহ সময় লেগেছে বলে জানিয়েছেন ছোটন ঘোষ। মন্দির তো বানানো হল, রাম মন্দিরের উদ্বোধনের আগে পর্যন্ত দুর্গাপুরবাসী ছোটনের বানানো এই মন্দির দেখতে পারবেন । কিন্তু তারপর কী হবে ? ছোটন জানিয়েছেন, এই মন্দির তিনি স্থানীয় ইসকনের মন্দিরে দিয়ে দেবেন। সে ব্যাপারে আগ্রহও দেখিয়েছেন ইসকন কর্তৃপক্ষ, জানিয়েছেন ছোটন।
রাম মন্দির উদ্বোধনের আবহ দেশজুড়ে
২২ জানুয়ারি রাম মন্দিরের (Ram Temple) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এক সপ্তাহ আগে, গতকাল থেকেই শুরু হয়েছে নানারকম আচার-বিধি পালন। গর্ভগৃহে স্থাপন হয়েছে রামলালার মূর্তি। গুজরাতের ভাদোদরা থেকে অযোধ্যায় গিয়েছে ১০৮ ফুট লম্বা একটি ধূপ। হায়দরাবাদ থেকে এসেছে বিশালাকার লাড্ডু। রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে মানুষজনের মধ্যে রাম নামের উল্কি করতেও দেখা যাচ্ছে। রামায়ণ কাহিনিতে সেজে উঠছে গোটা অযোধ্যা।